Spiciest Food: মশলাদার খাবার খেতে চান? ঘুরে আসুন এই দেশগুলিতে!

যাঁরা মশলাদার খাবার পছন্দ করেন তাঁরা স্বাদের পুরোপুরি জাদু বোঝেন। আর আপনি যদি মশলাদার খাবারের সেই জাদু উপলব্ধ করতে চান তাহলে ঘুরে আসুন পৃথিবীর এই সাতটি দেশে।

| Edited By: | Updated on: Sep 22, 2021 | 2:57 PM
ভারত: ভারত তো মশলার জন্যই বিশ্ব বিখ্যাত। উত্তর হোক বা দক্ষিণ প্রতিটি খাবারে আপনি লঙ্কা, রসুন, দারুচিলি, এলাচ, ধনের স্বাদ পাবেন।

ভারত: ভারত তো মশলার জন্যই বিশ্ব বিখ্যাত। উত্তর হোক বা দক্ষিণ প্রতিটি খাবারে আপনি লঙ্কা, রসুন, দারুচিলি, এলাচ, ধনের স্বাদ পাবেন।

1 / 7
চিন: চিনের দক্ষিণ-পশ্চিম যে ধরনের মশলাদার খাবার পাওয়া যায় তা হয়তো আপনি বিশ্বের কোথাও পাবেন না। এখানে এক প্রকার সিচুয়ান নামক মরিচ পাওয়া যায় যার স্বাদ অনন্য।

চিন: চিনের দক্ষিণ-পশ্চিম যে ধরনের মশলাদার খাবার পাওয়া যায় তা হয়তো আপনি বিশ্বের কোথাও পাবেন না। এখানে এক প্রকার সিচুয়ান নামক মরিচ পাওয়া যায় যার স্বাদ অনন্য।

2 / 7
থাইল্যান্ড: থাইল্যান্ড পর্যটকদের কাছে এর স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। এখানের খাবারে ব্যবহার করা হয় সুগন্ধি ভেষজ এবং মশলা।

থাইল্যান্ড: থাইল্যান্ড পর্যটকদের কাছে এর স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। এখানের খাবারে ব্যবহার করা হয় সুগন্ধি ভেষজ এবং মশলা।

3 / 7
মেক্সিকো: লঙ্কা ছাড়া মেক্সিকান খাবার অসম্পূর্ণ। জালাপেনো, পোব্লানো, সেররানো, হাবানেরো এবং আঞ্চোর মতো মশলাদার খাবার আপনি শুধু মেক্সিকোতেই পাবেন।

মেক্সিকো: লঙ্কা ছাড়া মেক্সিকান খাবার অসম্পূর্ণ। জালাপেনো, পোব্লানো, সেররানো, হাবানেরো এবং আঞ্চোর মতো মশলাদার খাবার আপনি শুধু মেক্সিকোতেই পাবেন।

4 / 7
মালেশিয়া: মালয়েশিয়ান খাবার চীনা এবং ভারতীয় রন্ধনপ্রণালীর মিশ্রণ। এই কারণে এখানেও আপনি পাবেন মশলাদার খাবার।

মালেশিয়া: মালয়েশিয়ান খাবার চীনা এবং ভারতীয় রন্ধনপ্রণালীর মিশ্রণ। এই কারণে এখানেও আপনি পাবেন মশলাদার খাবার।

5 / 7
জামাইকা: জামাইকান খাবারকে আপনি এক কথায় বলতে পারেন হট অ্যান্ড স্পাইসি। কারণ এখানের প্রত্যেকটি খাবারে আপনি লঙ্কার উপস্থিত পাবেন।

জামাইকা: জামাইকান খাবারকে আপনি এক কথায় বলতে পারেন হট অ্যান্ড স্পাইসি। কারণ এখানের প্রত্যেকটি খাবারে আপনি লঙ্কার উপস্থিত পাবেন।

6 / 7
কোরিয়া: মশলাদার খাবারের তালিকায় কোরিয়ান খাবারেরও নাম রয়েছে। এখানের বিখ্যাত খাবার বুকডাকের মধ্যে রয়েছে মশলার একাধিক স্তর।

কোরিয়া: মশলাদার খাবারের তালিকায় কোরিয়ান খাবারেরও নাম রয়েছে। এখানের বিখ্যাত খাবার বুকডাকের মধ্যে রয়েছে মশলার একাধিক স্তর।

7 / 7
Follow Us: