Lauren Bell: ১৭৩ কিমি বেগে ডেলিভারি! শোয়েবের বিশ্বরেকর্ড ‘ভেঙে গেল’ সুন্দরী লরেনের হাতে
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 13, 2022 | 6:45 AM
৬ ফুট লম্বা, ছিপছিপে চেহারায় একঢাল সোনালি চুল আর মনমাতানো হাসি। ভারতের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে অভিষেকের পর নজর কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিমের পেসার লরেন বেল।
1 / 6
৬ ফুট লম্বা, ছিপছিপে চেহারায় একঢাল সোনালি চুল আর মনমাতানো হাসি। ভারতের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে অভিষেকের পর নজর কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিমের পেসার লরেন বেল। (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 6
হরমনপ্রীতদের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর লরেন শিরোনামে উঠে এসেছেন দুটি কারণে। একটি তাঁর হাসি ও অন্যটি হল স্পিডোমিটারের ত্রুটির জন্য।(ছবি:ইনস্টাগ্রাম)
3 / 6
রবিবার ডারহামে ভারতের বিরুদ্ধে ম্যাচে লরেন বেলের ওভারের সময় স্পিডোমিটারে দেখাচ্ছিল ঘণ্টায় ১৭৩ কিমি গতি। ক্রিকেট অনুরাগীরা চমকে উঠেছিলেন। তার মানে শোয়েব আখতারের বিশ্ব রেকর্ড ভেঙে গেল! পরে অবশ্য জানা যায়, মেশিনের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে।(ছবি:ইনস্টাগ্রাম)
4 / 6
পুরো নাম 'লরেন কেটি বেল'। ২০০১ সালের ২ জানুয়ারি উইল্টশায়ার কাউন্টির শহর সুইনডনে জন্ম। ২১ বছরের লরেনকে 'দ্য শার্ড' বলে ডাকেন অনেকে। এই নাম তাঁর উচ্চতার জন্য।(ছবি:ইনস্টাগ্রাম)
5 / 6
ইংল্যান্ডের মেয়েদের ঘরোয়া ক্রিকেটে লরেন খেলেছেন ওয়ার্কশায়ার, মিডলসেক্স, সাদার্ন ভাইপার্স এবং সাদার্ন ব্রেভ-এর হয়ে।(ছবি:ইনস্টাগ্রাম)
6 / 6
চলতি বছরের জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পান। জুলাই মাসে ওয়ান ডে ফরম্যাটে ডেবিউ করেন। এখনও পর্যন্ত থ্রি লায়ন্সদের হয়ে ১টি টেস্ট, ২টি ওডিআই ও ১টি টি-২০ ম্যাচ খেলেছেন লরেন বেল।(ছবি:ইনস্টাগ্রাম)