AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: বিশ্ববাজারে রোনাল্ডোর কত দাম জানেন?

Cristiano Ronaldo: রোনাল্ডো যে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সিআরসেভেনের পরে দামিদের তালিকায় আর কারা রয়েছেন,একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Dec 06, 2022 | 6:11 PM
Share
রোনাল্ডোর নতুন ক্লাবের এই তথ্যগুলি জানা আছে?

রোনাল্ডোর নতুন ক্লাবের এই তথ্যগুলি জানা আছে?

1 / 8
এই চুক্তি পাকাপাকি হয়ে যায় তবে প্রত্যেক সেকেন্ডে রোনাল্ডোর আয় কত হবে একবার তা দেখে নেওয়া যাক।প্রতি সেকেন্ডে সিআর সেভেনের আয় হবে ৫.৫০ পাউন্ড, আর মিনিটে ৩৩০ পাউন্ড। প্রতিদিনের আয় গিয়ে দাঁড়াবে ৪ লক্ষ ৭৬ হাজার পাউন্ডে। আর সপ্তাহের শেষে? ৩.৩৩ মিলিয়ন পাউন্ড।(ছবি : টুইটার)

এই চুক্তি পাকাপাকি হয়ে যায় তবে প্রত্যেক সেকেন্ডে রোনাল্ডোর আয় কত হবে একবার তা দেখে নেওয়া যাক।প্রতি সেকেন্ডে সিআর সেভেনের আয় হবে ৫.৫০ পাউন্ড, আর মিনিটে ৩৩০ পাউন্ড। প্রতিদিনের আয় গিয়ে দাঁড়াবে ৪ লক্ষ ৭৬ হাজার পাউন্ডে। আর সপ্তাহের শেষে? ৩.৩৩ মিলিয়ন পাউন্ড।(ছবি : টুইটার)

2 / 8
রোনাল্ডো যে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সিআর সেভেনের পরে দামিদের তালিকায় আর কারা রয়েছেন, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। রোনাল্ডোর পরই এই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপে।পিএসজি তারকার আয় ১০৪,১৩৭,০৮০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াবে কয়েকশো কোটি টাকা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। ইতিমধ্যেই দুই ম্যাচে সেরা হয়েছেন তিনি।ফ্রান্সের হয়ে শেষ ম্যাচে ২ গোল করেন তিনি।(ছবি : টুইটার)

রোনাল্ডো যে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সিআর সেভেনের পরে দামিদের তালিকায় আর কারা রয়েছেন, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। রোনাল্ডোর পরই এই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপে।পিএসজি তারকার আয় ১০৪,১৩৭,০৮০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াবে কয়েকশো কোটি টাকা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। ইতিমধ্যেই দুই ম্যাচে সেরা হয়েছেন তিনি।ফ্রান্সের হয়ে শেষ ম্যাচে ২ গোল করেন তিনি।(ছবি : টুইটার)

3 / 8
বিশ্বের তৃতীয় দামি ফুটবলার হলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্যারিস স্যঁ জ্যঁ থেকে তাঁর আয় ৬১,৫১৮,০৭৬ মিলিয়ন ইউরো। (ছবি : টুইটার)

বিশ্বের তৃতীয় দামি ফুটবলার হলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্যারিস স্যঁ জ্যঁ থেকে তাঁর আয় ৬১,৫১৮,০৭৬ মিলিয়ন ইউরো। (ছবি : টুইটার)

4 / 8
মেসির পরেই এই তালিকায় রয়েছেন ক্লাবে মেসির পরম বন্ধু নেইমার। এই ব্রাজিল তারকা পিএসজি থেকে আয় করেন ৫২,০২৯,১৩৬ মিলিয়ন ইউরো। (ছবি : টুইটার)

মেসির পরেই এই তালিকায় রয়েছেন ক্লাবে মেসির পরম বন্ধু নেইমার। এই ব্রাজিল তারকা পিএসজি থেকে আয় করেন ৫২,০২৯,১৩৬ মিলিয়ন ইউরো। (ছবি : টুইটার)

5 / 8
পঞ্চম স্থানে রয়েছেন মহম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলেন তিনি। আয় করেন ৩৩,১০৯,৪৫০ মিলিয়ন ইউরো।সালাহর সঙ্গে একই স্থানে দাঁড়িয়ে রয়েছেন আর্লিং হালান্ড। এই ম্যাঞ্চেস্টার সিটি স্ট্রাইকারের দামও  মহম্মদ সালাহর সমান।(ছবি : টুইটার)

পঞ্চম স্থানে রয়েছেন মহম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলেন তিনি। আয় করেন ৩৩,১০৯,৪৫০ মিলিয়ন ইউরো।সালাহর সঙ্গে একই স্থানে দাঁড়িয়ে রয়েছেন আর্লিং হালান্ড। এই ম্যাঞ্চেস্টার সিটি স্ট্রাইকারের দামও মহম্মদ সালাহর সমান।(ছবি : টুইটার)

6 / 8
এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি। বার্সেলোনা থেকে তিনি আয় করেন ২৫,৫৪১,৫৭৬ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ তারকা ইডেন হ্যাজার্ডের আয় ও লেওয়ানডস্কির সমান।(ছবি : টুইটার)

এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি। বার্সেলোনা থেকে তিনি আয় করেন ২৫,৫৪১,৫৭৬ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ তারকা ইডেন হ্যাজার্ডের আয় ও লেওয়ানডস্কির সমান।(ছবি : টুইটার)

7 / 8
নবম স্থানে রয়েছে আন্দ্রে ইনিয়েস্তার নাম।  তাঁর আয় ২৩,৬৪৯,৬০৮ মিলিয়ন ইউরো। দশ জন দামি ফুটবলারের তালিকায় সর্বশেষ নাম কেভিন ডি ব্রুইনের।  ম্যাঞ্চেস্টার সিটি থেকে তাঁর আয় আন্দ্রে ইনিয়েস্তার আয়ের সমান। (ছবি : টুইটার)

নবম স্থানে রয়েছে আন্দ্রে ইনিয়েস্তার নাম। তাঁর আয় ২৩,৬৪৯,৬০৮ মিলিয়ন ইউরো। দশ জন দামি ফুটবলারের তালিকায় সর্বশেষ নাম কেভিন ডি ব্রুইনের। ম্যাঞ্চেস্টার সিটি থেকে তাঁর আয় আন্দ্রে ইনিয়েস্তার আয়ের সমান। (ছবি : টুইটার)

8 / 8