Cristiano Ronaldo: ‘মেসি তোমার চেয়ে ঢের ভালো’, মুখের উপর রোনাল্ডোকে অপমান খুদের!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 05, 2023 | 1:19 PM

বচ্চে মন কে সচ্চে। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সামনের মানুষটির ওজন না বুঝে মনের কথা বলে ফেলেছে সে। ঘটনাটি আল নাসেরের একটি ম্যাচের পর। সৌদির দলটিকে ম্য়াচ জিতিয়েও রোনাল্ডো শুনলেন, তাঁর থেকে মেসি ঢের ভালো।

Mar 05, 2023 | 1:19 PM
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মুখের উপর অপমান করে দিল এক খুদে ফুটবল সমর্থক। রোনাল্ডোর সামনে চিৎকার করে ছেলেটি বলে, "শোনো, তোমার চেয়ে মেসি ঢের ভালো ফুটবলার।" (ছবি:টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মুখের উপর অপমান করে দিল এক খুদে ফুটবল সমর্থক। রোনাল্ডোর সামনে চিৎকার করে ছেলেটি বলে, "শোনো, তোমার চেয়ে মেসি ঢের ভালো ফুটবলার।" (ছবি:টুইটার)

1 / 8
গত শুক্রবার সৌদি প্রো লিগে আল নাসের ও আল বাতেনের মধ্যকার ম্যাচের ঘটনা। ম্যাচটি ৩-১ গোলে জেতে আল নাসের। যদিও স্কোরশিটে ছিল না রোনাল্ডোর নাম। (ছবি:টুইটার)

গত শুক্রবার সৌদি প্রো লিগে আল নাসের ও আল বাতেনের মধ্যকার ম্যাচের ঘটনা। ম্যাচটি ৩-১ গোলে জেতে আল নাসের। যদিও স্কোরশিটে ছিল না রোনাল্ডোর নাম। (ছবি:টুইটার)

2 / 8
রোনাল্ডোর গোল ও সিউউউউউ সেলিব্রেশন দেখার জন্য যাঁরা স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন তাঁরা স্বভাবতই হতাশ। সেই হতাশ ফ্যানদের তালিকায় ছিল এক খুদে। (ছবি:টুইটার)

রোনাল্ডোর গোল ও সিউউউউউ সেলিব্রেশন দেখার জন্য যাঁরা স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন তাঁরা স্বভাবতই হতাশ। সেই হতাশ ফ্যানদের তালিকায় ছিল এক খুদে। (ছবি:টুইটার)

3 / 8
প্রিয় ফুটবলার গোল না করায় রেগে গিয়েছিল সে। ম্যাচের পর টানেল দিয়ে রোনাল্ডোরা লকার রুমের দিকে যাচ্ছিলেন। তখনই রোনাল্ডোর সামনে চিৎকার করে ওই খুদে বলে, "তোমার চেয়ে মেসি ঢের ভালো ফুটবলার।" (ছবি:টুইটার)

প্রিয় ফুটবলার গোল না করায় রেগে গিয়েছিল সে। ম্যাচের পর টানেল দিয়ে রোনাল্ডোরা লকার রুমের দিকে যাচ্ছিলেন। তখনই রোনাল্ডোর সামনে চিৎকার করে ওই খুদে বলে, "তোমার চেয়ে মেসি ঢের ভালো ফুটবলার।" (ছবি:টুইটার)

4 / 8
মুখের সামনে চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসা 'অপমান'এর সমান। খুদে ফ্যানের অপমানের জবাবে কী প্রতিক্রিয়া দিলেন রোনাল্ডো?(ছবি:টুইটার)

মুখের সামনে চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসা 'অপমান'এর সমান। খুদে ফ্যানের অপমানের জবাবে কী প্রতিক্রিয়া দিলেন রোনাল্ডো?(ছবি:টুইটার)

5 / 8
প্রথমদিকে সিআর৭ ছেলেটিকে পাত্তা দিতে চাননি। কিন্তু যাওয়ার আগে প্রতিক্রিয়া দিয়েই গেলেন। ৩৮ বছরের আল নাসের তারকা বলে ওঠেন, "এটা খুব সহজ ম্যাচ ছিল।"(ছবি:টুইটার)

প্রথমদিকে সিআর৭ ছেলেটিকে পাত্তা দিতে চাননি। কিন্তু যাওয়ার আগে প্রতিক্রিয়া দিয়েই গেলেন। ৩৮ বছরের আল নাসের তারকা বলে ওঠেন, "এটা খুব সহজ ম্যাচ ছিল।"(ছবি:টুইটার)

6 / 8
সৌদির কোনও কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো ওই খুদেকে বলেন, "যাও গিয়ে মেসির ম্যাচ দেখো।"(ছবি:টুইটার)

সৌদির কোনও কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো ওই খুদেকে বলেন, "যাও গিয়ে মেসির ম্যাচ দেখো।"(ছবি:টুইটার)

7 / 8
খুদে ফ্যানের কাছে অপমানিত হলেও আল নাসেরের হয়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সিআর৭। সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার হয়েছেন তিনি। এতে অপমানের জ্বালা কিছুটা হলেও কমবে পর্তুগিজ মহাতারকার। (ছবি:টুইটার)

খুদে ফ্যানের কাছে অপমানিত হলেও আল নাসেরের হয়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সিআর৭। সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার হয়েছেন তিনি। এতে অপমানের জ্বালা কিছুটা হলেও কমবে পর্তুগিজ মহাতারকার। (ছবি:টুইটার)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla