Bangla News Photo gallery Cristiano Ronaldo Scores 4 Goals Against Al Wehda for Al Nassr and cr7 pass 500 goal mark in his club career
Cristiano Ronaldo: পাঁচ ক্লাবে ৫০০ গোল! ৩৮ এর রোনাল্ডো গোলবৃষ্টি করেই চলেছেন
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 10, 2023 | 11:56 AM
Cristiano Ronaldo's Record: কিংবদন্তিদের খারাপ ফর্ম অস্থায়ী হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি সৌদি প্রো লিগে আল নাসেরের (Al-Nassr) জার্সিতে রোনাল্ডো নজির গড়ে একাই করেছেন ৪ গোল। সেই সঙ্গে ক্লাব কেরিয়ারে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রোনাল্ডো।
1 / 8
সৌদি প্রো লিগে আল ওয়েহেদার (Al-Wehda) বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতেছে আল নাসের। সৌদির জনপ্রিয় ক্লাব আল নাসেরের হয়ে ৪ গোল একাই দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (ছবি- আল নাসের টুইটার)
2 / 8
সদ্য ৩৮-এ পা দেওয়া রোনাল্ডো কয়েকদিন ফর্মে ছিলেন না। এ বার ফের পুরনো রোনাল্ডোকে দেখা গেল। ম্যাচের দুই অর্ধে ২টি করে গোল করেছেন সিআর সেভেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)
3 / 8
আল ওয়েহেদার বিরুদ্ধে প্রথমার্ধের ২১ মিনিটে ও ৪০ মিনিটে দু'টি গোল করেন রোনাল্ডো। এরপর ৫০ মিনিটের মাথায় পেলান্টি থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। তখনও সিআর সেভেনের চমক বাকি ছিল। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)
4 / 8
ম্যাচের ৬১ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে চতুর্থ গোলটি করেন সিআর সেভেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)
5 / 8
সৌদি প্রো লিগের ইতিহাসে রোনাল্ডোই প্রথম ফুটবলার যিনি একটি ম্যাচে ৪ গোল করেছেন। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)
6 / 8
এখনও অবধি রোনাল্ডো ৫টি ক্লাবের হয়ে খেলেছেন। আর ৫টি ক্লাবের হয়ে খেলে ৫০০-র বেশি গোল করে রেকর্ড গড়েছেন তিনি। (ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার)
7 / 8
সিআর সেভেন ক্লাব কেরিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে, ৩১১টি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) হয়ে সিআর সেভেনের গোলসংখ্যা ১০৩টি। জুভেন্তাসের জার্সিতে রোনাল্ডো করেছেন ৮১টি গোল।
8 / 8
আল নাসেরের হয়ে ৪টি গোল করার পর ক্লাব কেরিয়ারে রোনাল্ডোর গোলসংখ্যা পৌঁছে গিয়েছে ৪০৩-এ। আর নতুন বছরে সৌদির ক্লাব আল নাসেরের জার্সিতে তাঁর গোল সংখ্যা এখন ৫। এ ছাড়াও স্পোর্টিং লিসবনের হয়ে ৩টি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামের পাশে। (ছবি-আল নাসের টুইটার)