Cristiano Ronaldo: মাঠে গোল করছেন বাবা, বাড়িতে Siuu সেলিব্রেশন রোনাল্ডোর ছেলেমেয়ের

৫ এ পা দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) যমজ সন্তান মাতেও ও ইভা। দুই সন্তানের জন্মদিনের সেলিব্রেশন পার্টিতে পরিবারের সঙ্গে ছিলেন না রোনাল্ডো। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে ব্যস্ত এখন সি আর সেভেন। তাই রোনাল্ডোর অনুপস্থিতিতে তাঁর ৭ নম্বর লেখা জার্সি পরে তাঁর মতোই 'Siuu' সেলিব্রেশনে মাতল রোনাল্ডো জুনিয়র থেকে মাতেও-ইভারা।

| Edited By: | Updated on: Jun 06, 2022 | 5:30 PM
ইন্সটাগ্রামে মাতেও-ইভার এই ছবি পোস্ট করে রোনাল্ডো লেখেন, "শুভ জন্মদিন আমার ভালোবাসা। বাবা তোমাদের নিয়ে এর বেশি গর্বিত হতে পারে না, খুশিতে থাকো এবং সেই সুন্দর হাসির সঙ্গে আমি তোমাদের জানাই, আমি তোমাদের অনেক ভালোবাসি।"

ইন্সটাগ্রামে মাতেও-ইভার এই ছবি পোস্ট করে রোনাল্ডো লেখেন, "শুভ জন্মদিন আমার ভালোবাসা। বাবা তোমাদের নিয়ে এর বেশি গর্বিত হতে পারে না, খুশিতে থাকো এবং সেই সুন্দর হাসির সঙ্গে আমি তোমাদের জানাই, আমি তোমাদের অনেক ভালোবাসি।"

1 / 6
৫ এ পা দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যমজ সন্তান মাতেও ও ইভা। রোনাল্ডো উপস্থিত না থাকলেও ছেলেমেয়েদের নিয়ে জর্জিনা বেশ দুই সন্তানের বার্থ ডে সেলিব্রেশনে মাতলেন।

৫ এ পা দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যমজ সন্তান মাতেও ও ইভা। রোনাল্ডো উপস্থিত না থাকলেও ছেলেমেয়েদের নিয়ে জর্জিনা বেশ দুই সন্তানের বার্থ ডে সেলিব্রেশনে মাতলেন।

2 / 6
 বড় দাদার দায়িত্ব পালন করেছে রোনাল্ডো জুনিয়র।

বড় দাদার দায়িত্ব পালন করেছে রোনাল্ডো জুনিয়র।

3 / 6
বাবা রোনাল্ডোর অনুপস্থিতিতে ভাইবোনদের নিয়ে তাঁর বিখ্যাত 'Siuu' সেলিব্রেশনে মেতে ওঠেন রোনাল্ডো জুনিয়রসহ তার ভাইবোনেরা।

বাবা রোনাল্ডোর অনুপস্থিতিতে ভাইবোনদের নিয়ে তাঁর বিখ্যাত 'Siuu' সেলিব্রেশনে মেতে ওঠেন রোনাল্ডো জুনিয়রসহ তার ভাইবোনেরা।

4 / 6
সাত নম্বর জার্সি গায়ে চাপিয়ে রোনাল্ডোর কাটআউটের সামনে পোজও দেয় মাতেও।

সাত নম্বর জার্সি গায়ে চাপিয়ে রোনাল্ডোর কাটআউটের সামনে পোজও দেয় মাতেও।

5 / 6
ভাই মাতেওর হাতে সুন্দর গাড়ির ডিজাইনের কেকও তুলে দেয় জুনিয়র রোনাল্ডো।

ভাই মাতেওর হাতে সুন্দর গাড়ির ডিজাইনের কেকও তুলে দেয় জুনিয়র রোনাল্ডো।

6 / 6
Follow Us: