CWG 2022: নীরজ থেকে সিন্ধু, কমনওয়েলথে সোনা ফলাতে প্রস্তুত যাঁরা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 19, 2022 | 9:45 AM
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এ বার অংশ নিতে চলেছে ভারতের ২১৫ জন অ্যাথলিট। তাঁদের মধ্যে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিততে প্রস্তুত একঝাঁক ভারতীয় অ্যাথলিটরা। শুটিং এ বারের কমনওয়েলথের অংশ না হলেও ভারতীয় দলে সোনা জয়ের অন্যতম দাবিদার এরা।
1 / 10
নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো): অলিম্পিকে সোনা জয়ী। সাম্প্রতিক কয়েকটি প্রতিযোগিতায় ৯০ মিটারের খুব কাছে গিয়েও থমকে যান। গতবার গোল্ড কোস্টেও সোনার পদক জিতেছিলেন নীরজ।
2 / 10
নিখত জারিন (বক্সিং): গত মে মাসে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী। বিশ্ব চ্যাম্পিয়ন নিখত জারিন কমনওয়েলথেও সোনার পদকের খোঁজে নামবেন।
3 / 10
মীরাবাঈ চানু(ভারোত্তলন): অলিম্পিকে তেরঙা উড়িয়েছলেন। এবার কমনওয়েলথ গেমসেও পদক জয়ের অন্যতম দাবিদার মণিপুরী ভারোত্তলক।
4 / 10
অমিত পাঙ্ঘাল (বক্সিং): ২০১৮ সালের কমনওয়েলথের ফাইনালে বিপক্ষ বক্সারের কাছে হেরে গিয়েছিলেন। বার্মিংহ্যামে রূপোকে সোনায় পরিবর্তন করার ইচ্ছে পূরণ করতে চান অমিত। ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্ঘালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক রয়েছে।
5 / 10
বজরং পুনিয়া (কুস্তি): অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর বজরং গতবারের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। এ বার ফের তাঁকে সোনা জয়ের অন্যতম দাবিদার বলে ধরা হচ্ছে।
6 / 10
রবি দাহিয়া (কুস্তি): অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর রবি কুমার ৫৭ কিলোগ্রাম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চলতি বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা এসেছে দাহিয়ার ঝুলিতে।
7 / 10
পিভি সিন্ধু (ব্যাডমিন্টন): বিশ্বের শীর্ষ শাটলারদের মধ্যে একজন। বিশ্বের সবকটি বড় টুর্নামেন্টের পদক রয়েছে সিন্ধুর ঝুলিতে। তবে কমনওয়েলথে এখনও সোনা জেতেননি হায়দরাবাদি। দু'বারের অলিম্পিক পদক জয়ী সোনা জয়ের প্রবল দাবিদার।
8 / 10
লক্ষ্য সেন (ব্যাডমিন্টন): ২০ বছরের লক্ষ্যের এটা প্রথম কমনওয়েলথ গেমস। থমাস কাপে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন লক্ষ্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকও রয়েছে লক্ষ্যের ঝুলিতে।
9 / 10
মণিকা বাত্রা (টেবিল টেনিস): গোল্ডকোস্ট কমনওয়েলথে মণিকা বাত্রা সিঙ্গলস ছাড়াও টিম ইভেন্টে সোনা জিতেছিলেন। সবমিলিয়ে ৪টি পদক জিতেছিলেন সেবার। দেশের শীর্ষ টেবিল টেনিস খেলোয়াড়ের কাছে ফের একবার সোনা জয়ের আশা।
10 / 10
ভিনেশ ফোগট (কুস্তি): ৫৩ কেজি বিভাগে সোনা জয়ের অন্যতম বড় দাবিদার ভিনেশ। কমনওয়েলথ গেমসে অতীতে দু'বার সোনার পদক জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে ভিনেশের।