Bangla NewsPhoto gallery Milkha singh bagged india's first commonwealth games gold medal in 1958
CWG 2022: উড়ন্ত শিখের পায়ে কমনওয়েলথে সোনার সফর শুরু ভারতের
স্বাধীনতার আগে থেকে কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ভারত। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৫০১টি পদক। যার মধ্যে ১৮১টি সোনার পদক। ভারত প্রথমবার কমনওয়েলথে সোনা জেতে ১৯৫৮ সালে। কমনওয়েলথে ভারতের সোনার সফর শুরু হয়েছিল কিংবদন্তি মিলখা সিংয়ের হাত ধরে।