AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

David Warner: ওয়ার্নারের পাতে পড়ল রসগোল্লা, বাঙালির প্রিয় মিষ্টির নামই জানেন না অজি তারকা!

রসগোল্লার সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। ধবধবে সাদা, তুলতুলে নরম রসগোল্লা পেলে মন গলে যায় বহু কঠিন হৃদয়ের ব্যক্তিরও। বিয়ে, অন্নপ্রাশন, গেট টুগেদারে শেষ পাতে ধবধবে সাদা বস্তুটি না পড়লে বাঙালির যেন মন ভরে না। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের পাতেও পড়ল বাঙালির প্রিয় রসগোল্লা!

| Edited By: | Updated on: Feb 03, 2023 | 12:05 AM
Share
চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ খেলতে ভারতে চলে এসেছেন ওয়ার্নার। টেস্ট সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে ব্যাগিগ্রিনদের শিবির চলবে। গোটা অস্ট্রেলিয়া টিম আপাতত সেখানেই রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

চার ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ খেলতে ভারতে চলে এসেছেন ওয়ার্নার। টেস্ট সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে ব্যাগিগ্রিনদের শিবির চলবে। গোটা অস্ট্রেলিয়া টিম আপাতত সেখানেই রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
নৈশভোজের পর পাঁচতারা হোটেলে ডেজার্ট হিসেবে ছিল রসগোল্লা। চোখের সামনে রসগোল্লা দেখেই টুক করে মোবাইল বের করে ছবি তুলে নেন ওয়ার্নার। (ছবি:ইনস্টাগ্রাম)

নৈশভোজের পর পাঁচতারা হোটেলে ডেজার্ট হিসেবে ছিল রসগোল্লা। চোখের সামনে রসগোল্লা দেখেই টুক করে মোবাইল বের করে ছবি তুলে নেন ওয়ার্নার। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের কাছে ওয়ার্নারের প্রশ্ন, "নৈশভোজের পর মিষ্টিমুখ। আমার কি এটা খেয়ে দেখা উচিত?"(ছবি:ইনস্টাগ্রাম)

সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের কাছে ওয়ার্নারের প্রশ্ন, "নৈশভোজের পর মিষ্টিমুখ। আমার কি এটা খেয়ে দেখা উচিত?"(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
ডায়েটকে পাশে রেখে ওয়ার্নার রসগোল্লা শেষ পর্যন্ত খেয়েছেন কি না জানা নেই। তবে বাঙালির প্রিয় মিষ্টির ছবি পোস্ট করে সাজেশন চেয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ডায়েটকে পাশে রেখে ওয়ার্নার রসগোল্লা শেষ পর্যন্ত খেয়েছেন কি না জানা নেই। তবে বাঙালির প্রিয় মিষ্টির ছবি পোস্ট করে সাজেশন চেয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
ওয়ার্নারের পোস্টের কমেন্ট বক্সে কলকাতা নাইট রাইডার্সের তরফে লেখা হয়েছে, "তোমাকে লিস্ট পাঠাচ্ছি।" ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ঈশা গুহ রসমালাই ও কাজু বরফি খাওয়ার সাজেশন দিয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ওয়ার্নারের পোস্টের কমেন্ট বক্সে কলকাতা নাইট রাইডার্সের তরফে লেখা হয়েছে, "তোমাকে লিস্ট পাঠাচ্ছি।" ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ঈশা গুহ রসমালাই ও কাজু বরফি খাওয়ার সাজেশন দিয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
অজি ওপেনারের ভারত-প্রীতি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এ দেশের সবকিছুই পছন্দ তাঁর। বলিউডি গানে নাচ, শাহরুখ খানের পাঠান সিনেমা দেখে ফেলেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

অজি ওপেনারের ভারত-প্রীতি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এ দেশের সবকিছুই পছন্দ তাঁর। বলিউডি গানে নাচ, শাহরুখ খানের পাঠান সিনেমা দেখে ফেলেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
ভারত সফরে স্ত্রী ক্যান্ডিস ও তিন কন্যাকে নিয়ে আসেননি ওয়ার্নার। অস্ট্রেলিয়া আপাতত মাস দুয়েকের জন্য ভারতে থাকবে। এতগুলো দিন পরিবার থেকে দূরে থাকার কষ্ট ইনস্টা পোস্টে ফুটিয়ে তুলেছেন ওয়ার্নার।(ছবি:ইনস্টাগ্রাম)

ভারত সফরে স্ত্রী ক্যান্ডিস ও তিন কন্যাকে নিয়ে আসেননি ওয়ার্নার। অস্ট্রেলিয়া আপাতত মাস দুয়েকের জন্য ভারতে থাকবে। এতগুলো দিন পরিবার থেকে দূরে থাকার কষ্ট ইনস্টা পোস্টে ফুটিয়ে তুলেছেন ওয়ার্নার।(ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
ভারত যতই প্রিয় হোক, বাইশ গজের লড়াইয়ে রোহিত শর্মাদের এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। বর্ডার-গাভাসকর সিরিজে ভারতীয় বোলারদের ভোঁতা করে দিতে কোমর বেঁধে অনুশীলনে নেমে পড়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ভারত যতই প্রিয় হোক, বাইশ গজের লড়াইয়ে রোহিত শর্মাদের এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। বর্ডার-গাভাসকর সিরিজে ভারতীয় বোলারদের ভোঁতা করে দিতে কোমর বেঁধে অনুশীলনে নেমে পড়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8