Real Kiss: রিল নয়, রিয়্যাল চুমুতে ভাইরাল বলিউড সেলিব্রিটিরা

Real Kiss: সিনেমাতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে অনেক সময়ই অভিনেতাদের চরিত্রের খাতিরে চুমু খেতে হয়। কিন্তু বাস্তবে সেই ঠোঁটের চুমু ভক্তকুলকে মুগ্ধ করে বেশি।

Jul 03, 2022 | 11:50 PM
TV9 Bangla Digital

| Edited By: Mahuya Dutta

Jul 03, 2022 | 11:50 PM

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একে অপরের প্রতি তাঁদের ভালবাসা দেখাতে  কখনও পিছপা হননি। দীপিকা পাডুকোনের প্রথম ওটিটি ছবি 'গেহরাইয়াঁ'-এর মুক্তির পোস্টে একটি আবেগপূর্ণ চুম্বন শেয়ার করে নেওয়া দুজনের একটি ছবি ইন্টারনেট প্রবল ঝড় তোলে।

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একে অপরের প্রতি তাঁদের ভালবাসা দেখাতে কখনও পিছপা হননি। দীপিকা পাডুকোনের প্রথম ওটিটি ছবি 'গেহরাইয়াঁ'-এর মুক্তির পোস্টে একটি আবেগপূর্ণ চুম্বন শেয়ার করে নেওয়া দুজনের একটি ছবি ইন্টারনেট প্রবল ঝড় তোলে।

1 / 6
‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে প্রেমে পড়েছিলেন রণবীর ও আলিয়া। কয়েক বছর ডেট করার পর গাঁটছড়া বাঁধলেন এই দম্পতি ১৪ এপ্রিল। তাঁদের বিয়ের সময় রণবীর এবং আলিয়ার চুম্বন ইন্টারনেটে ভাইরাল হতে সময় নেয়নি। ভক্তরাও মুগ্ধ হয়েছেন নব দম্পতিকে এইভাবে পেয়ে। তাঁরা তাঁদের বিয়ের দুইমাসের মধ্যেই প্রথম সন্তান আসার সুখবর দেন।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে প্রেমে পড়েছিলেন রণবীর ও আলিয়া। কয়েক বছর ডেট করার পর গাঁটছড়া বাঁধলেন এই দম্পতি ১৪ এপ্রিল। তাঁদের বিয়ের সময় রণবীর এবং আলিয়ার চুম্বন ইন্টারনেটে ভাইরাল হতে সময় নেয়নি। ভক্তরাও মুগ্ধ হয়েছেন নব দম্পতিকে এইভাবে পেয়ে। তাঁরা তাঁদের বিয়ের দুইমাসের মধ্যেই প্রথম সন্তান আসার সুখবর দেন।

2 / 6
করিনা কাপুর খানের ৩৯তম জন্মদিনে, স্বামী সাইফ আলি খান তাঁদের পতৌদি প্রাসাদে একটি আবেগপূর্ণ চুম্বন দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ছবিটি দ্রুতই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। ছবিতে সাইফ ও কারিনাকে সাদা ট্র্যাডিশনাল কুর্তায় দেখা যাচ্ছে।

করিনা কাপুর খানের ৩৯তম জন্মদিনে, স্বামী সাইফ আলি খান তাঁদের পতৌদি প্রাসাদে একটি আবেগপূর্ণ চুম্বন দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ছবিটি দ্রুতই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। ছবিতে সাইফ ও কারিনাকে সাদা ট্র্যাডিশনাল কুর্তায় দেখা যাচ্ছে।

3 / 6
প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস অন্যতম জনপ্রিয় দম্পতি যাঁরা একে অপরের প্রতি তাঁদের ভালবাসা দেখাতে কখনওই লজ্জা পান না। তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে তাঁদের একে অপরের প্রতি ভালবাসার প্রমাণ প্রতক্ষ্য করা যায়। তাঁদের বলা হয় ‘পাওয়ার কাপল’। সম্প্রতি মেয়ে মালতি তাঁদের জীবনে এসেছে।

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস অন্যতম জনপ্রিয় দম্পতি যাঁরা একে অপরের প্রতি তাঁদের ভালবাসা দেখাতে কখনওই লজ্জা পান না। তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে তাঁদের একে অপরের প্রতি ভালবাসার প্রমাণ প্রতক্ষ্য করা যায়। তাঁদের বলা হয় ‘পাওয়ার কাপল’। সম্প্রতি মেয়ে মালতি তাঁদের জীবনে এসেছে।

4 / 6
সোনম কাপুর এবং আনন্দ আহুজার   বিয়ে টক অফ দ্য টাউন ছিল। এই জুটিকে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় খুবই ঘনিষ্ট অবস্থায় পাওয়া যায়। নিজেদের ভালবাসাকে সকলের সামনে আনতে কখনও ইতস্তত করেন না তাঁরা। সোনম এবং আনন্দ শীঘ্রই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন নিজেদের জীবনে।

সোনম কাপুর এবং আনন্দ আহুজার বিয়ে টক অফ দ্য টাউন ছিল। এই জুটিকে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় খুবই ঘনিষ্ট অবস্থায় পাওয়া যায়। নিজেদের ভালবাসাকে সকলের সামনে আনতে কখনও ইতস্তত করেন না তাঁরা। সোনম এবং আনন্দ শীঘ্রই তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন নিজেদের জীবনে।

5 / 6
শহিদ কাপুর এবং মীরা রাজপুত বলিউডের অন্যতম প্রিয় দম্পতি এবং তাঁদের অনুগামীদের কাছে আদর্শ জুটি। এই জুটি প্রায়শই ইনস্টাগ্রামে রোমান্টিক ছবি পোস্ট করেন। দম্পতির এমনই একটি আবেগপূর্ণ চুম্বন শেয়ার করে নেওয়ার একটি ছবি যা অনুরাগীদের মুগ্ধ করেছে।

শহিদ কাপুর এবং মীরা রাজপুত বলিউডের অন্যতম প্রিয় দম্পতি এবং তাঁদের অনুগামীদের কাছে আদর্শ জুটি। এই জুটি প্রায়শই ইনস্টাগ্রামে রোমান্টিক ছবি পোস্ট করেন। দম্পতির এমনই একটি আবেগপূর্ণ চুম্বন শেয়ার করে নেওয়ার একটি ছবি যা অনুরাগীদের মুগ্ধ করেছে।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla