IPL 2021: দুবাই পৌঁছলেন পন্থ-অশ্বিনরা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 12, 2021 | 3:20 PM
ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজের জন্য ভারতীয় দলে থাকা আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেটাররা আজ, রবিবার নিরাপদে দুবাই পৌঁছলেন। এই খবর জানানো হয়েছে দিল্লি ক্যাপিটালসের টুইটারে। এ বার দুবাইতে ছয় দিনের কোয়ারান্টিন কাটাতে হবে অক্ষর-পৃথ্বীদের। তাঁর পর তাঁরা দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে পারবেন।
1 / 7
দিল্লির নেতা ঋষভ পন্থ (Rishabh Pant) WTC ফাইনালের পর করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর ভারত-ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে সুস্থ হয়ে ভারতীয় দলে যোগ দেন। এ বারের আইপিএলে তাঁর নেতৃত্বে দিল্লি ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে। (সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস টুইটার)
2 / 7
টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ভারত-ইংল্যান্ড সিরিজে সেভাবে নজর কাড়তে না পারলেও, আইপিএলে কী সুযোগ পেয়ে চমকে দেবেন দর্শকদের? উত্তরের অপেক্ষায় জিঙ্কসভক্তরা।(সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস টুইটার)
3 / 7
ভারত-ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকলেও ২২ গজে দেখতে পাওয়া যায়নি রবিচন্দ্রন অশ্বিনকে (R Ashwin)। এ বার আইপিএলের মঞ্চে ফের অশ্বিন জাদু দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।(সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস টুইটার)
4 / 7
রবিচন্দ্রন অশ্বিনের মত ভারত-ইংল্যান্ড সিরিজে বিরাটদের স্কোয়াডে থাকলেও রুটদের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ মেলেনি অক্ষর প্যাটেলের (Axar Patel)। তবে আইপিএলে দিল্লির নেতা পন্থ তাঁর ওপর যথেষ্ট ভরসা রাখেন তা সকলেরই জানা।(সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস টুইটার)
5 / 7
ভারত-শ্রীলঙ্কা সফরের পরই ভারত-ইংল্যান্ড সিরিজের ওপেনার বিকল্পের জন্য ডাক পেয়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। কিন্তু তিনিও রুটদের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। (সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস টুইটার)
6 / 7
ক্যাপ্টেন পন্থ ভরসা রাখতে পারেন ইশান্ত শর্মার (Ishant Sharma) ওপর। টিম ইন্ডিয়াকে প্রয়োজনে যেমন উইকেট এনে দিয়েছেন আইপিএলে দিল্লির হয়েও সেই দায়িত্ব পালন করবেন।(সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস টুইটার)
7 / 7
দিল্লির অস্ত্র উমেশ যাদব (Umesh Yadav)। তিনি সুযোগ পেয়েছিলেন রুটদের বিরুদ্ধে খেলার জন্য।(সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস টুইটার)