UEFA Nations League: অস্ট্রিয়াকে হারিয়ে লিগ টেবল টপার ডেনমার্ক
উয়েফা নেশন্স লিগের ম্যাচে সোমবার রাতে অস্ট্রিয়াকে (Austria) নিজেদের ঘরের মাঠে হারাল ডেনমার্ক (Denmark)। পার্কেন স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে ডেনমার্ক। এই জয়ের ফলে লিগ টেবলের এক নম্বরে পৌঁছে গিয়েছে ড্যানিশরা।