TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 14, 2022 | 1:22 PM
বড়সড় মোড় এসেছে মৌনি রায়ের কেরিয়ারে। কোচবিহারের মেয়ে মৌনি। মুম্বইয়ে কাজ করছেন বহু বছর। সুন্দরী অভিনেত্রী হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ। 'দেবয়োঁ কে দেব... মহাদেব' পৌরাণিক ধারাবাহিকে সতীর চরিত্রে অভিনয় করেছিলেন মৌনি। অভিনয় করেন খল চরিত্রেও, 'নাগিন' ধারাবাহিকে। কেবল ধারাবাহিকে নয়, ছবিতেও অভিনয় করেছেন। যেমন—'গোল্ড', 'তুম বিন টু', 'মেড ইন চায়না'র মতো ছবি। এবার যে ছবিটি মৌনির কেরিয়ার পাল্টে দিতে চলেছে, তা হল 'ব্রহ্মাস্ত্র'। আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র'। 'ব্রহ্মাস্ত্র'তে মৌনি রায় খলনায়িকা। মঙ্গলবার (১৪.০৬.২০২২) আলিয়া নিজেই লুক প্রকাশ করেছেন মৌনির। চরিত্রের নাম জুনুন। সে অন্ধকারের রহস্যময়ী রানি। লাল তার চোখ। এই পোস্টার বেরনোর পরই দিনের আলোচ্য বিষয় হয়ে উঠেছেন বলিউড়ের এই বঙ্গ তনয়া।
অভিনয়ের পাশাপাশি মৌনি একজন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তাঁর রূপের জাদুতে ঘায়েল অনেকেই। অনেকেই জানতে চান তাঁর ভাইটাল স্ট্যাটস কত। সবুর করুন। তার আগে জানুন, মুন সাইন অনুযায়ী মৌনি তুলা রাশির জাতিকা। এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখন দারুণ সময় মৌনির। ফলে এতবড় ব্রেক এসেছে মৌনির কেরিয়ারে।
'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়ার তাঁর লুক প্রকাশের পর মৌনিও শেয়ার করেছেন সেটি। ক্যাপশনে তিনি লিখেছেন, "৫ বছরের অপেক্ষার অবসানের পর বাস্তবের মুখোমুখি এসে দাঁড়িয়েছি।"
মৌনির সৌন্দর্যের প্রশংসা করেন সকলে। তাঁর অনুরাগীর সংখ্যা বিরাট লম্বা। সেই তালিকায় পুরুষের সংখ্যাই বেশি। অনেকেরই মনের মল্লিকা মৌনি। তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। তাঁর ওজন ৫০ কিলোগ্রাম। তাঁর ভাইটাল স্ট্যাটস ৩৪-২৬-৩৪, যেটিকে নারী শরীরের আদর্শ গড়ন হিসেবে গণ্য করা হয়। বাঙালি সুন্দরী মৌনির চোখের রং কালো, তাঁর কেশের রং কালো।
এত গেল তাঁর রূপের কথা। মৌনি মেধাবীও। কোচবিহারের কেন্দ্রীয় বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন মৌনি। তারপর উচ্চশিক্ষা লাভ করতে চলে যান দিল্লিতে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউজ়ে লেখাপড়া করেছেন। বিষয় ছিল ইংরেজি অনার্স। তারপর মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর করেছেন জামিয়া মালিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে।
কেবল অভিনয়, লেখাপড়া ও রূপচর্চা নয়, মৌনির একাধিক শখও আছে। তিনি বই পড়তে ভালবাসেন। ছবি আঁকতে, বেড়াতে যেতে ও নাচতে ভালবাসেন মৌনি। খেতে ভালবাসেন কড়ি চাওয়াল, খিচুড়ি, মিষ্টি দই ও চাইনিজ়। বলিউডে তাঁর প্রিয় নায়ক শাহরুখ খান। যদিও এখনও পর্যন্ত শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ আসেনি তাঁর। হলিউডে তাঁর প্রিয় নায়ক লিওনার্ডো ডি কেপ্রিও, রায়ান গসলিং। প্রিয় অভিনেত্রী একজনই—মাধুরী দীক্ষিত। প্রিয় গান লতা মঙ্গেশকরের গাওয়া 'লগ যা গলে'। প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা লন্ডন ও প্যারিস। প্রিয় লেখক উইলিয়াম শেক্সপিয়ার। ৭০ কোটি টাকার সম্পত্তি আছে মৌনির।
মৌনির পরিবারে অভিনয় রয়েছে। তাঁর মা মুক্তি একজন থিয়েটার অভিনেত্রী। তাঁর দাদু শেখর চন্দ্র রায়ও বাংলার থিয়েটার অভিনেতা। মৌনি নিজে কত্থক ও ব্যালেট নাচে পারদর্শী। ২০১৪ সালে 'ঝলক দিখলা যা' রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। কলেজে কোরিওগ্রাফিও করেছিলেন তিনি।
মৌনি কি বিতর্ক থেকে বিরত? একেবারেই নয়। 'পতি পত্নী অউর ইয়ো' রিয়্যালিটি শো চলাকালীন অভিনেত্রী দেবিনা ভট্টাচার্যর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন মৌনি। ২০১২ সালে অভিনেতা অমিত ট্যান্ডন বলেছিলেন, মৌনি নাকি তাঁর স্ত্রী রুবিকে নানাভাবে ব্যবহার করেছিলেন। তারপর তাঁকে মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন বিপদের সময়। অমিত ও তাঁর স্ত্রী মৌনির মুখও দেখতে চান না এখন।
২০২২ সালের ২৭ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী সুরজ নামবিয়ারকে বিয়ে করেন মৌনি। কিন্তু তার আগেও তাঁর সম্পর্ক হয়েছে। 'দেবয়োঁ কে দেব... মহাদেব' ধারাবাহিকের সহ-অভিনেতা মোহিত রায়নার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৌনির। সম্পর্ক ছিল গৌরব চোপড়ার সঙ্গেও।