Dewald Brevis: এসএ২০ লিগে বেবি এবির কামাল, ব্রেভিসে মুগ্ধ এবিডি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 11, 2023 | 7:11 PM

SA20: শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগ। এসএ২০ লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এমআই কেপ টাউন এবং পার্ল রয়্যালস। এসএ২০ লিগের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে এমআই কেপ টাউন। ম্যাচের সেরা হয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস। ম্যাচের পর বেবি এবির মুখে শোনা গেল এবিডির কথা। প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও প্রশংসায় ভরিয়েছেন ব্রেভিসকে।

1 / 6
এসএ২০ (SA20) লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এমআই কেপ টাউন (MI Cape Town) এবং পার্ল রয়্যালস। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে এমআই কেপ টাউন। প্রোটিয়াদের নতুন টি২০ লিগে খেলতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানান ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তিনি জানান, এই পরিবেশে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। পরিচিত সমর্থকদের সামনে খেলে ভীষণ খুশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া প্রোটিয়া তরুণ ক্রিকেটার। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

এসএ২০ (SA20) লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এমআই কেপ টাউন (MI Cape Town) এবং পার্ল রয়্যালস। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে এমআই কেপ টাউন। প্রোটিয়াদের নতুন টি২০ লিগে খেলতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ জানান ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তিনি জানান, এই পরিবেশে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। পরিচিত সমর্থকদের সামনে খেলে ভীষণ খুশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া প্রোটিয়া তরুণ ক্রিকেটার। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

2 / 6
ম্যাচের শেষে ব্রেভিস তাঁর এবং এবিডির সম্পর্ক নিয়েও বলতে ভোলেননি। সঞ্চালক ব্রেভিসকে জানান, এবিডি তাঁকে বলেছেন, "আমি এই ধরণের প্রতিভা খুব বেশি দেখিনি।" এরপর বেবি এবি বলেন, "আমার কাছে আমার ও এবির সম্পর্ক ভীষণ স্পেশ্যাল। আমার উন্নতির পেছনে ওর বড় অবদান রয়েছে। আমার যখনই সাহায্য প্রয়োজন হয়েছে আমি ওকে পাশে পেয়েছি। তিনি আমাকে সব সময় সঠিক পরামর্শ দেন।" (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

ম্যাচের শেষে ব্রেভিস তাঁর এবং এবিডির সম্পর্ক নিয়েও বলতে ভোলেননি। সঞ্চালক ব্রেভিসকে জানান, এবিডি তাঁকে বলেছেন, "আমি এই ধরণের প্রতিভা খুব বেশি দেখিনি।" এরপর বেবি এবি বলেন, "আমার কাছে আমার ও এবির সম্পর্ক ভীষণ স্পেশ্যাল। আমার উন্নতির পেছনে ওর বড় অবদান রয়েছে। আমার যখনই সাহায্য প্রয়োজন হয়েছে আমি ওকে পাশে পেয়েছি। তিনি আমাকে সব সময় সঠিক পরামর্শ দেন।" (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

3 / 6
প্রথম ম্যাচেই সেরার পুরস্কার হাতে নিয়ে এক গাল হাসি দেখা যায় বেবি এবির মুখে। উল্লেখ্য, পার্ল রয়্যালসের বিরুদ্ধে ৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন বেবি এবি। এমআই কেপ টাউনের হয়ে এসএ২০ লিগের প্রথম ম্যাচেই বল হাতে দেখা যায় ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোফ্রা আর্চারকে। তাঁকে বল করতে দেখে ভীষণ খুশি হয়েছেন বলে জানান ব্রেভিস। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

প্রথম ম্যাচেই সেরার পুরস্কার হাতে নিয়ে এক গাল হাসি দেখা যায় বেবি এবির মুখে। উল্লেখ্য, পার্ল রয়্যালসের বিরুদ্ধে ৪১ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন বেবি এবি। এমআই কেপ টাউনের হয়ে এসএ২০ লিগের প্রথম ম্যাচেই বল হাতে দেখা যায় ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোফ্রা আর্চারকে। তাঁকে বল করতে দেখে ভীষণ খুশি হয়েছেন বলে জানান ব্রেভিস। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

4 / 6
ম্যান অব দ্য ম্যাচ হয়ে কেমন লাগছে, জানতে চাওয়া হলে, ব্রেভিস বলেন, "এটা একটা বিশেষ ম্যাচ ছিল। ফলে, একটা আলাদা অনুভূতি হচ্ছে। কারণ, একটা নতুন অধ্য়ায় শুরু হয়েছে। এমআইয়ের জন্যও এটা একটা ইতিহাস। প্রথম ম্যাচটা জিততে পেরে দারুণ লাগছে।" (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

ম্যান অব দ্য ম্যাচ হয়ে কেমন লাগছে, জানতে চাওয়া হলে, ব্রেভিস বলেন, "এটা একটা বিশেষ ম্যাচ ছিল। ফলে, একটা আলাদা অনুভূতি হচ্ছে। কারণ, একটা নতুন অধ্য়ায় শুরু হয়েছে। এমআইয়ের জন্যও এটা একটা ইতিহাস। প্রথম ম্যাচটা জিততে পেরে দারুণ লাগছে।" (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

5 / 6
একইসঙ্গে ডিওয়াল্ড ব্রেভিস জানাতে ভোলেননি, এসএ২০ লিগের প্রথম ম্যাচে রান করতে পেরে ভালো লাগছে। দলগত প্রচেষ্টার ফলেই জয় এসেছে। দর্শকদের থেকে পূর্ণ সমর্থন পেয়েও আপ্লুত জানান বেবি এবি। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

একইসঙ্গে ডিওয়াল্ড ব্রেভিস জানাতে ভোলেননি, এসএ২০ লিগের প্রথম ম্যাচে রান করতে পেরে ভালো লাগছে। দলগত প্রচেষ্টার ফলেই জয় এসেছে। দর্শকদের থেকে পূর্ণ সমর্থন পেয়েও আপ্লুত জানান বেবি এবি। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

6 / 6
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচে সেরা হওয়ার পর ডিওয়াল্ড ব্রেভিস এমআই এর সমর্থকদের উদ্দেশে জানান, তারা যেন সব সময় দলের পাশে থাকে। আর এভাবেই সমর্থন করতে থাকে। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচে সেরা হওয়ার পর ডিওয়াল্ড ব্রেভিস এমআই এর সমর্থকদের উদ্দেশে জানান, তারা যেন সব সময় দলের পাশে থাকে। আর এভাবেই সমর্থন করতে থাকে। (ছবি-এমআই কেপ টাউন টুইটার)

Next Photo Gallery