Dhanush: ২৫ কোটির বাংলো, হলিউডে থেকে আয় ৪ কোটি, ধনুষের মোট সম্পত্তির পরিমাণ কত
Total Assets: ধনুশের গাড়ির ভীষণ সখ। মাঝে মধ্যেই তাঁর সংযোজনে একটি করে নতুন গাড়ি দেখতে পাওয়া যায়। তাঁর কালেকশনে রয়েছে জাগুয়ার থেকে শুরু অডির মত একাধিক কালেকশন।
Follow Us:
সম্প্রতি দক্ষিণী অভিনেতা ধনুশ হলিউডে পা রেখেছেন। দ্য গ্রে ম্যান নিয়ে একাধিক জল্পনা তুঙ্গে থাকলেও ধনুশ এই ছবি থেকে আয় করেছেন মাত্র ৪ কোটি টাকা। বর্তমানে এক একটি ছবি করতে ধনুশ পারিশ্রমিক নিচ্ছেন ৭ থেকে ৮ কোটি টাকা।
চেন্নাইতে রয়েছে তাঁর একটি ২০ থেকে ২৫ কোটি মূল্যের বাংলো। বছরে ধনুশ আয় করে থাকেন ১৫ কোটি টাকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬০ কোটি টাকা। বলিউডেও একাধিক ছবি করেছেন ধনুশ। তবে ছবি ও চরিত্র বিশেষে পারিশ্রমিকের হেরফের হতে দেখা যায়।
গড়ে প্রতিমাসে ধনুশ আয় করে থাকেন ১ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ধনুশ। ধনুশের গাড়ির ভীষণ সখ। মাঝে মধ্যেই তাঁর সংযোজনে একটি করে নতুন গাড়ি দেখতে পাওয়া যায়। তাঁর কালেকশনে রয়েছে জাগুয়ার থেকে শুরু অডির মত একাধিক কালেকশন।
বর্তমানে ধনুশ সিঙ্গল, বৈবাহিক জীবনে ইতি টেনেছেন আগেই। এখন একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। যদিও তাঁর হলিউড সফর নিয়ে খুব একটা খুশি নন ভক্তরা। ছবিতে খুব বেশি অংশ না থাকায়, হলিউড ডেবিউ নিয়ে দক্ষিণের বেড়েছে ক্ষোভও।
ধনুশের ঝুলিতে রয়েছে একাধিক খেতাব। যার মধ্যে অন্যতম হল কোলাবরি ডি গানটি। এটি ভারতের প্রথম গান, যা ইউটিউবে ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১০০ মিলিয়ান। যা রেকর্ড হয়েই রয়ে গিয়েছে। ধনুশের এই রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ।