Retro Gossip: মাত্র ৩৫০০ টাকার বিনিময়ে অমিতাভের সৌভাগ্যের দরজা খোলে, নেপথ্যে ধর্মেন্দ্রে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 30, 2022 | 3:31 PM

Amitabh Bachchan: ছবির নাম জঞ্জির। ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল খোদ ধর্মেন্দ্র। কারণ, ধর্মেন্দ্রর কাছেই ছিল একমাত্র এই ছবির স্ক্রিপ্ট। তিনি সেটি নিয়ে হাজির হয়েছিলেন প্রকাশ মেহরার কাছে।

1 / 6
মাঝে মধ্যেই নানা ছবির শুটিং সেটে অমিতাভ বচ্চন পৌঁছে যেতেন জয়ার সঙ্গে দেখা করতে। তখন রাজেশ খান্নার সঙ্গে ছবির শুটিং করছিলেন জয়া। তারই মাঝে হাজির হয়ে গিয়েছিলেন বিগ বি।

মাঝে মধ্যেই নানা ছবির শুটিং সেটে অমিতাভ বচ্চন পৌঁছে যেতেন জয়ার সঙ্গে দেখা করতে। তখন রাজেশ খান্নার সঙ্গে ছবির শুটিং করছিলেন জয়া। তারই মাঝে হাজির হয়ে গিয়েছিলেন বিগ বি।

2 / 6
কঠিন লড়াইয়ের পর অ্যাঙ্গরি ইয়াং ম্যান তকমা পেয়ে যেভাবে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছিলেন অমিতাভ সেই কঠিন বাস্তবের পিছনে থাকা মানুষটিই হলেন ধর্মেন্দ্র।

কঠিন লড়াইয়ের পর অ্যাঙ্গরি ইয়াং ম্যান তকমা পেয়ে যেভাবে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছিলেন অমিতাভ সেই কঠিন বাস্তবের পিছনে থাকা মানুষটিই হলেন ধর্মেন্দ্র।

3 / 6
একটা কোণে দাঁড়িয়ে দেখছিলেন শুটিং। তারপর অমিতাভকে দেখা মাত্রই রাজেশ খান্না নানা কথা শোনাতে শুরু করে দেন। বিষয়টা লক্ষ্য করছিলেন জয়া দূর থেকেই। একটা সময়ের পর আর চুপ থাকতে না পেড়ে প্রতিবাদ করে বসেন।

একটা কোণে দাঁড়িয়ে দেখছিলেন শুটিং। তারপর অমিতাভকে দেখা মাত্রই রাজেশ খান্না নানা কথা শোনাতে শুরু করে দেন। বিষয়টা লক্ষ্য করছিলেন জয়া দূর থেকেই। একটা সময়ের পর আর চুপ থাকতে না পেড়ে প্রতিবাদ করে বসেন।

4 / 6
কিন্তু সেই সময় ধর্মেন্দ্র হাতে বিন্দুমাত্র সময় ছিল না। একের পর এক প্রজেক্ট নিয়ে তিনি আগামী এক বছর ছিলেন বেজায় ব্যস্ত। সেই মুহূর্তে মাত্র ৩৫০০ টাকার বিনিময়ে তাঁর কাছ থেকে স্ক্রিপ্টটি কিনে নিয়েছিলেন প্রকাশ মেহরা।

কিন্তু সেই সময় ধর্মেন্দ্র হাতে বিন্দুমাত্র সময় ছিল না। একের পর এক প্রজেক্ট নিয়ে তিনি আগামী এক বছর ছিলেন বেজায় ব্যস্ত। সেই মুহূর্তে মাত্র ৩৫০০ টাকার বিনিময়ে তাঁর কাছ থেকে স্ক্রিপ্টটি কিনে নিয়েছিলেন প্রকাশ মেহরা।

5 / 6
এরপরই ছবির প্রস্তাব যায় অমিতাভ বচ্চনের কাছে। যেখানে তাঁর দুর্দান্ত অভিনয় সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। বলিউড পেয়েছিল আগামী সুপারস্টারকেও। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল খবর।

এরপরই ছবির প্রস্তাব যায় অমিতাভ বচ্চনের কাছে। যেখানে তাঁর দুর্দান্ত অভিনয় সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। বলিউড পেয়েছিল আগামী সুপারস্টারকেও। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল খবর।

6 / 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ মেহরার পুত্র জানালেন অমিতাভের গডফাদার ছিলেন না তাঁর বাবা, তবে তাঁরই হাত ধরে বলিউডে ঝড় তোলেন অমিতাভ বচ্চন। কথায় বলে ট্যালেন্ট-ই ট্যালেন্টকে খুঁজে নেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ মেহরার পুত্র জানালেন অমিতাভের গডফাদার ছিলেন না তাঁর বাবা, তবে তাঁরই হাত ধরে বলিউডে ঝড় তোলেন অমিতাভ বচ্চন। কথায় বলে ট্যালেন্ট-ই ট্যালেন্টকে খুঁজে নেয়।

Next Photo Gallery