১৮৯৪ সালের ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা করেন ব্যারন পিয়ের দ্য কুবের্তা। এর পর সেখানেই বর্তমান অলিম্পিক গেমসের ভিত্তি স্থাপিত হয়েছিল।
১৯৪৭ সালে চেকোস্লোভাকিয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডক্টর গ্রাস স্টকহোমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৪১ তম রিপোর্টে প্রথম প্রস্তাব করেন, যে একটি নির্দিষ্টি দিনে অলিম্পিক দিবস হিসেবে পালন করা হোক।
এর ঠিক এক বছর পর, ১৯৪৮ সালে অলিম্পিক আয়োজক কমিটি ২৩ জুনকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়।
এই দিনটি উদযাপনের লক্ষ্যই হল জনমানসে ক্রীড়ার প্রচার ও ক্রীড়াকে জীবনের অত্যাবশ্যক অঙ্গ হিসেবে যুক্ত করার বার্তা দেওয়া। পাশাপাশি এই দিবসের অন্যতম লক্ষ্য হল, যত বেশি সম্ভব মানুষকে অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা।