Kapil Sharma: বলিউডের যে ৫ ছবির অফার ফিরিয়ে দিয়েছেন কপিল শর্মা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 11, 2021 | 10:20 PM
'কিস কিস কো প্যায়ার করু', 'ফিরাঙ্গি'র মতো ছবিতে অভিনয়ও করেছেন কপিল। এসেছে আরও অনেক ছবির অফার। দেখে নেওয়া যাক কপিলকে অফার করা এমন ৫ ছবি যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
1 / 6
মঞ্চে তিনি সাবলীল। বলি অভিষেকও ঘটেছে বেশ কিছু বছর আগেই। 'কিস কিস কো প্যায়ার করু', 'ফিরাঙ্গি'র মতো ছবিতে অভিনয়ও করেছেন কপিল। এসেছে আরও অনেক ছবির অফার। দেখে নেওয়া যাক কপিলকে অফার করা এমন ৫ ছবি যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
2 / 6
আনিশ বাজমির মুবারকেতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কপিলকে। কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন। ছবিতে অভিনয় ক্রএছিলেন অনীল কাপুর, অর্জুন কাপুর, ইলিয়ানা ডি'ক্রুজ, নেহা শর্মা, আথিয়া শেট্টি, রত্না পাঠকসহ অনেকেই।
3 / 6
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তেজ ছবির কথা মনে আছে? পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিলেন প্রিয়দর্শনকে। ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগণ, অনীল কাপুর, জায়েদ খান, সমীর রেড্ডিসহ অনেকেই। ওই ছবির অফারও ফিরিয়ে দিয়েছিলেন কপিল।
4 / 6
২০১৭ সালে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ব্যাঙ্ক চোর। ছবিতে অভিনয় করেছিলেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও রিয়া চক্রবর্তী। যদিও ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করেনি। ওই ছবিটিতেও অভিনয়ের জন্য কপিলকে একটি চরিত্র অফার করা হয়েছিল। কিন্তু তাঁর ছবির প্লট পছন্দ না হওয়ায় তিনি না করে দেন।
5 / 6
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ওহ সাত দিনের রিমেক বানানোর কথা ছিল। অফার গিয়েছিল কপিলের কাছে। তিনি না করে দেন। যদিও কারণ জানা যায়নি।
6 / 6
২৪ নামক একটি ছবি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন অনীল কাপুর, মন্দিরা বেদীসহ অনেকেই। কিন্তু ছবিটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন ওই কমেডিয়ান। শোনা যায় তাঁর নিজের শো'র জন্যই ওই ছবির অফার ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি।