ভারতের গোলাপি শহর: জয়পুর শহরের বেশিরভাগ উঁচু বাড়িগুলো গোলাপী পাথর দিয়ে তৈরি। শহরের কোনও বাড়ির ছাদ থেকে একঝলকে শহরটাকে দেখলে একটাই কথা বলে উঠবে মন- গোলাপি শহর।
ভারতের নীল শহর: যোধপুরের বাক নাম নীল শহর। এই শহরের একাংশে সব বাড়ির রংই নীল, যা দেখে আপনার চোখ শান্তি পাবে।
ভারতের ম্যাঞ্চেস্টার: ছোটবেলা থেকেই ভূগোল বইতে সকলেই পড়েছি, আহমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলে। ম্যাঞ্চেস্টার কটন টেক্সটাইলের জন্য পৃথিবী বিখ্যাত। আর আহমেদাবাদে সবচেয়ে বেশি কাপড়ের কল গড়ে উঠেছে, তাই এই শহরকে ভারতের ম্যাঞ্চেস্টার বলে।
নবাবদের শহর: লখনউ শহরের আনাচে কানাচে রয়েছে নবাবিয়ানা। একটা পুরোনো ঐতিহাসিক গন্ধ রয়েছে শহর জুড়ে। ঐতিহ্যময় রেস্তোরাঁ, প্রাচীন কিছু চিত্র এই শহরের আলাদা এক মাত্রা দিয়েছে। বোঝাই যায়, কেন এই শহরকে নবাবদের শহর বলে।
হীরের শহর: গুজরাটের সুরাত শহর হল হীরের শহর। বিশ্বের ৯০ শতাংশ হীরে এই শহরে কাটা, পালিস করা এবং নতুন রূপ ধারণ করে। এই শহরের বাড়িতে বাড়িতে হীরের কাজ হয় বলে এই শহরকে হীরের শহর বলে।
কমলা শহর: মহারাষ্ট্রের নাগপুর কমলা শহর বলে পরিচিত। বিশ্বের সবচেয়ে বেশি কমলালেবু চাষ হয় এই শহরে, তাই নাগপুর কমলা শহর বলে পরিচিত।
ভারতের ওয়াইন নগরী: ভারতের ৫০ শতাংশের বেশি ওয়াইন তৈরি হয় নাসিক। এই শহরে বড় বড় ওয়াইন ফার্ম রয়েছে বেশ কয়েকটি। নাসিক শহরটি ওয়াইন তৈরির জন্যই বিখ্যাত।
ভারতের স্কটল্যান্ড: কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলা হয়ে থাকে। আর্কিটেকচার, ভূগোল, আবহাওয়া, ভূপ্রকৃতির দিক থেকে এই দুই শহরের বেশ কিছু মিল রয়েছে।