আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী। এ বারের কমনওয়েলথে ভারতকে স্কোয়াশ থেকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের স্ত্রী, ভারতের তারকা স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকাল (Dipika Pallikal)। একটা সময় দীপিকার জেদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল ফেডারেশনও। সেই দীপিকাই ভারতে স্কোয়াশকে নতুন দিশা দেখিয়েছিলেন। (ছবি-দীপিকা পাল্লিকাল ইন্সটাগ্রাম)
ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা কমনওয়েলথ গেমস থেকে দেশকে ১টি সোনা ও ২টি রুপো এনে দিয়েছেন। (ছবি-দীপিকা পাল্লিকাল টুইটার)
ভারতীয় স্কোয়াশকে দীপিকা শুধু সমৃদ্ধই করেননি। বরং তাঁর জেদের জন্যই ফেডারেশন মেয়েদের স্কোয়াশে পরিবর্তন আনতে বাধ্য করেছিল। (ছবি-দীপিকা পাল্লিকাল টুইটার)
দীপিকা ২০১২ থেকে ২০১৫ সাল অবধি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অস্বীকার করেছিলেন। মেয়েদের টুর্নামেন্টের চ্যাম্পিয়নের পুরস্কার অর্থের জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সময় মহিলা চ্যাম্পিয়ন স্কোয়াশ প্লেয়ারের থেকে পুরুষ স্কোয়াশ চ্যাম্পিয়ন বেশি আর্থিক পুরস্কার পেতেন। মহিলারা পেতেন পুরুষ চ্যাম্পিয়নের পুরস্কার মূল্যের মাত্র ৪০ শতাংশ। ওই সময় দীপিকা ফেডারেশনকে মহিলা ও পুরুষ উভয় চ্যাম্পিয়নের পুরস্কার মূল্য একই করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। (ছবি-দীপিকা পাল্লিকাল টুইটার)
পরবর্তীকালে ফেডারেশন দীপিকার দাবি মেনে নেয়। ২০১৬ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে মহিলা ও পুরুষ উভয় চ্যাম্পিয়নকেই সমান আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল। (ছবি-দীপিকা পাল্লিকাল টুইটার)