Janhvi Kapoor: রঙ্গসারি শুনে নিজেকে আটকে রাখতে পারেননি জাহ্নবী, মুহূর্তে যোগাযোগ প্রাক্তন প্রেমিক ইশানের সঙ্গে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 28, 2022 | 9:03 AM

Relationship: ছবি মুক্তি পাওয়ার পর যদিও তা বক্স অফিসে খুব একটা ভাল জায়গা করে নিতে না পারলেও, ইশান ও জাহ্নবীর রোম্যান্স এই ছবির বিশেষত্ব হয়ে ওঠে।

1 / 5
ইশান খট্টর ও জাহ্নবী কাপুর একে অন্যের সঙ্গে জুটি বেঁধেই করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। শ্রীদেবী কন্যা বলে কথা। জাহ্নবী কাপুরের ডেবিউ নিয়ে ছিলেন সকলেই ভীষণ উৎসাহী।

ইশান খট্টর ও জাহ্নবী কাপুর একে অন্যের সঙ্গে জুটি বেঁধেই করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। শ্রীদেবী কন্যা বলে কথা। জাহ্নবী কাপুরের ডেবিউ নিয়ে ছিলেন সকলেই ভীষণ উৎসাহী।

2 / 5
ধড়ক ছবি মুক্তি পাওয়ার পর যদিও তা বক্স অফিসে খুব একটা ভাল জায়গা করে নিতে না পারলেও, ইশান ও জাহ্নবীর রোম্যান্স এই ছবির বিশেষত্ব হয়ে ওঠে। প্রথম ছবিতেই কাছাকাছি আসা। প্রথম হিরোকেই মন দিয়েছিলেন শ্রী-কন্যা।

ধড়ক ছবি মুক্তি পাওয়ার পর যদিও তা বক্স অফিসে খুব একটা ভাল জায়গা করে নিতে না পারলেও, ইশান ও জাহ্নবীর রোম্যান্স এই ছবির বিশেষত্ব হয়ে ওঠে। প্রথম ছবিতেই কাছাকাছি আসা। প্রথম হিরোকেই মন দিয়েছিলেন শ্রী-কন্যা।

3 / 5
সাল ২০১৮-তে সেই সম্পর্কেই ইতি টানা হয়। কারণ ইশানের জীবনে তখন অনন্যা পান্ডে। অন্যার কাছাকাছি আসার পর জাহ্নবীর সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে। তবে ইশানের সঙ্গে যে সেই কারণে মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়।

সাল ২০১৮-তে সেই সম্পর্কেই ইতি টানা হয়। কারণ ইশানের জীবনে তখন অনন্যা পান্ডে। অন্যার কাছাকাছি আসার পর জাহ্নবীর সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে। তবে ইশানের সঙ্গে যে সেই কারণে মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়।

4 / 5
সম্প্রতি নিজেই এই গোপন রহস্য ফাঁস করলেন জাহ্নবী কাপুর। জানালেন, এখনও তাঁদের মধ্যে কথা হয়। বিশেষ করে যুগ যুগ জিও ছবির গান সামনে আসার পর। এই ছবির গান রঙ্গসারি বানানো হয়েছিল ধড়ক ছবির জন্য।

সম্প্রতি নিজেই এই গোপন রহস্য ফাঁস করলেন জাহ্নবী কাপুর। জানালেন, এখনও তাঁদের মধ্যে কথা হয়। বিশেষ করে যুগ যুগ জিও ছবির গান সামনে আসার পর। এই ছবির গান রঙ্গসারি বানানো হয়েছিল ধড়ক ছবির জন্য।

5 / 5
যদিও পরবর্তীতে সেই গান ছবিতে ব্যবহার করা হয়নি। তবে সেটে তাঁরা এই গানটি ব্যবহার করতেন, সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। যখন যুগ যুগ জিও ছবিতে এই গানটি শোনেন জাহ্নবী, নিজেই ইশানকে জানান, গানটি তিনি শুনেছেন কি না। কারণ এই গানটি তাঁদের গান।

যদিও পরবর্তীতে সেই গান ছবিতে ব্যবহার করা হয়নি। তবে সেটে তাঁরা এই গানটি ব্যবহার করতেন, সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। যখন যুগ যুগ জিও ছবিতে এই গানটি শোনেন জাহ্নবী, নিজেই ইশানকে জানান, গানটি তিনি শুনেছেন কি না। কারণ এই গানটি তাঁদের গান।

Next Photo Gallery