DIY Cleansers: ফেসওয়াশ শেষ? মাত্র দু’টি উপাদান দিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক ক্লিনজ়ার

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 27, 2022 | 2:25 PM

Home Remedies: সারাদিনের ধুলো, বালি, ময়লা জমতে থাকে ত্বকের উপরিতল। এতে ধীরে ধীরে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা যেমন হারাতে থাকে, তেমনই ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তাই দিনের শেষে আপনাকে ত্বক পরিষ্কার করতেই হবে।

1 / 6
সারাদিনের ধুলো, বালি, ময়লা জমতে থাকে ত্বকের উপরিতল। এতে ধীরে ধীরে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা যেমন হারাতে থাকে, তেমনই ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তাই দিনের শেষে আপনাকে ত্বক পরিষ্কার করতেই হবে।

সারাদিনের ধুলো, বালি, ময়লা জমতে থাকে ত্বকের উপরিতল। এতে ধীরে ধীরে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা যেমন হারাতে থাকে, তেমনই ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তাই দিনের শেষে আপনাকে ত্বক পরিষ্কার করতেই হবে।

2 / 6
ত্বক পরিষ্কার রাখার স্কিন কেয়ার রুটিনের প্রথম ও অবিচ্ছেদ্য অংশ। তা না হলেই ত্বকে ব্রণ, এগজিমা, র‍্যাশ, চুলকানির মতো নানা সমস্যা দেখা দেয়। ত্বকের সাধারণ সমস্যাগুলোর মধ্যে নব্বই শতাংশ সমস্যার পিছনে দায়ী অপরিষ্কার ত্বক। আর এই জন্যই ক্লিনজার, ফেসওয়াশ ব্যবহার করা জরুরি।

ত্বক পরিষ্কার রাখার স্কিন কেয়ার রুটিনের প্রথম ও অবিচ্ছেদ্য অংশ। তা না হলেই ত্বকে ব্রণ, এগজিমা, র‍্যাশ, চুলকানির মতো নানা সমস্যা দেখা দেয়। ত্বকের সাধারণ সমস্যাগুলোর মধ্যে নব্বই শতাংশ সমস্যার পিছনে দায়ী অপরিষ্কার ত্বক। আর এই জন্যই ক্লিনজার, ফেসওয়াশ ব্যবহার করা জরুরি।

3 / 6
বাজারে একাধিক নামী-দামি পণ্যের ফেসওয়াশ, ক্লিনজার পাওয়া যায়। সেগুলো আপনার ত্বকের ধরন ও ত্বকের সমস্যার উপর নির্ভর করে তৈরি করা হয়। কিন্তু একথা অস্বীকার করার কোনও জায়গা নেই এতে রাসায়নিক পণ্যের পরিমাণ বেশি।

বাজারে একাধিক নামী-দামি পণ্যের ফেসওয়াশ, ক্লিনজার পাওয়া যায়। সেগুলো আপনার ত্বকের ধরন ও ত্বকের সমস্যার উপর নির্ভর করে তৈরি করা হয়। কিন্তু একথা অস্বীকার করার কোনও জায়গা নেই এতে রাসায়নিক পণ্যের পরিমাণ বেশি।

4 / 6
কিছু কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা ত্বকের জন্য মোটেও ভাল হয় না। ত্বককে ভাল রাখার জন্য এমন কিছু রাসায়নিক পণ্য রয়েছে যা এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু এর জন্য ত্বক পরিষ্কার করবেন না তা হয় না। বরং আপনি বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসওয়াশ বানিয়ে নিতে পারবেন।

কিছু কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা ত্বকের জন্য মোটেও ভাল হয় না। ত্বককে ভাল রাখার জন্য এমন কিছু রাসায়নিক পণ্য রয়েছে যা এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু এর জন্য ত্বক পরিষ্কার করবেন না তা হয় না। বরং আপনি বাড়িতেই প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসওয়াশ বানিয়ে নিতে পারবেন।

5 / 6
আপনার ত্বক যদি তৈলাক্ত ও ব্রণপ্রবণ হয়, তাহলে লেবুর রস ও মধু দিয়ে ফেসওয়াশ বানিয়ে নিন। পরিমাণমতো পাতিলেবুর রসে মিশিয়ে নিন সামান্য মধু। এবার এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

আপনার ত্বক যদি তৈলাক্ত ও ব্রণপ্রবণ হয়, তাহলে লেবুর রস ও মধু দিয়ে ফেসওয়াশ বানিয়ে নিন। পরিমাণমতো পাতিলেবুর রসে মিশিয়ে নিন সামান্য মধু। এবার এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

6 / 6
২ চামচ টক দই নিন। এতে সামান্য মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক গভীরভাবে পরিষ্কার হবে এবং ত্বকের কোমলতা বজায় থাকবে।

২ চামচ টক দই নিন। এতে সামান্য মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক গভীরভাবে পরিষ্কার হবে এবং ত্বকের কোমলতা বজায় থাকবে।

Next Photo Gallery