TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 27, 2022 | 2:53 PM
রানি মুখোপাধ্যায়- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। মাত্র ১৭ বছর বয়সে শুরু করেছিলেন কেরিয়ার। তবে নিউমেরোলজি মেনে পাল্টে ফেলেছিলেন নামের বানান। তাঁকে জানান হয়, নামের পদবী থেকে ‘H’, ‘Es’ সরিয়ে ফেলতে। বদলে তিনি যেন ব্যবহার করেন ‘I’। ফলে Rani Mukherjee হয়ে যায় Rani Mukerji.
হৃত্বিক রোশন- হৃত্বিক রোশনকে উপদেশ দেওয়া হয়েছিল তিনি যেন তাঁর নামের আগে একটি ‘H’ যুক্ত করেন। সংখ্যাতত্ত্ব মেনে হৃত্বিক তাই করেছিলেন এবং Rithik হয়ে গেল Hrithik।
করিনা কাপুর- করিনা কাপুর খান। বলিউডে পা রাখান আগে তিনিও সাফল্যের কথা ভেবে পাল্টে ফেলেছিলেন নিজের নামের বানান। Kareena-র নামে আগে লেখা হত ‘I’। পরবর্তীতে তিনি তা পাল্টে ফেলে দুটো ‘E’ যুক্ত করেছেন।
সোনম কাপুর- বলিউডে পা রাখার আগে নামের পিছনে বিশেষ যত্ন নিয়ে তা পাল্টে ফেলেছিলেন সোনমও। ভাগ্যে বদল আনতে ‘Sonam A Kapoor’ হয়ে যায় ‘Sonam Kapoor’। মাঝখান থেকে সরিয়ে দেওয়া হয় A।
রাজকুমার রাও- বলিউডের অন্যতম স্টার রাজকুমার রাও এই উপদেশ মেনে পাল্টে ফেলেছিলেন তাঁর নামের বানান। Rajkumar নামে যুক্ত করতে বলা হয়েছিল একটি অতিরিক্ত M। যার ফলে নামের বানান দাঁড়ায় Rajkummar।
অজয় দেবগণ- বলিউডের অন্যতম সুপারস্টার অজয় দেবগণও এমনটাই কাজ করেছেন কেরিয়ারে সাফল্যের কথা ভেবে। Ajay Devgan থেকে সরিয়ে দেওয়া হয় পদবীর A, তারপর থেকেই তিনি লেখেন Ajay Devgn।