Paddy Upton: ভারতের বিশ্বকাপ জয়ে অবদান রয়েছে, বিরাটদের ট্র্যাকে ফেরাতে ফের মেন ইন ব্লু-র সঙ্গে জুড়লেন আপটন

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 27, 2022 | 5:26 PM

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপজয়ী দলের মেন্টাল কন্ডিশনিং কোচ ছিলেন প্যাডি আপটন (Paddy Upton)। সেই সুখস্মৃতিকে সঙ্গে নিয়ে টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের সঙ্গে ফের একবার জুড়ে গেলেন আপটন।

1 / 6
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপজয়ী দলের মেন্টাল কন্ডিশনিং কোচ ছিলেন প্যাডি  আপটন (Paddy Upton)। সেই সুখস্মৃতিকে সঙ্গে নিয়ে টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের সঙ্গে ফের একবার জুড়ে গেলেন আপটন। (ছবি: টুইটার)

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপজয়ী দলের মেন্টাল কন্ডিশনিং কোচ ছিলেন প্যাডি আপটন (Paddy Upton)। সেই সুখস্মৃতিকে সঙ্গে নিয়ে টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের সঙ্গে ফের একবার জুড়ে গেলেন আপটন। (ছবি: টুইটার)

2 / 6
প্যাট্রিক অ্যান্থনি হাওয়ার্ড 'প্যাডি' আপটন। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য হেড কোচ রাহুল দ্রাবিড়ের সহযোগী স্টাফের দলে থাকবেন প্যাডি।  মোট চার মাস। ৯ বছর ধরে আইসিসি ট্রফির জেতার অপেক্ষায় রয়েছে ভারতীয় দল। এই অপেক্ষার প্রহর শেষ করতে কোনও কসুর রাখছে না বিসিসিআই। তাই মেন ইন ব্লু-তে প্যাডি আপটনের আগমন।(ছবি: টুইটার)

প্যাট্রিক অ্যান্থনি হাওয়ার্ড 'প্যাডি' আপটন। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য হেড কোচ রাহুল দ্রাবিড়ের সহযোগী স্টাফের দলে থাকবেন প্যাডি। মোট চার মাস। ৯ বছর ধরে আইসিসি ট্রফির জেতার অপেক্ষায় রয়েছে ভারতীয় দল। এই অপেক্ষার প্রহর শেষ করতে কোনও কসুর রাখছে না বিসিসিআই। তাই মেন ইন ব্লু-তে প্যাডি আপটনের আগমন।(ছবি: টুইটার)

3 / 6
২০০৮ সালে ভারতের তৎকালীন কোচ গ্যারি কার্স্টেনের স্টাফ টিমের সদস্য হিসেবে যুক্ত হন প্যাডি আপটন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে ভারতকে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দক্ষিণ আফ্রিকা-জাত প্যাডি।(ছবি: টুইটার)

২০০৮ সালে ভারতের তৎকালীন কোচ গ্যারি কার্স্টেনের স্টাফ টিমের সদস্য হিসেবে যুক্ত হন প্যাডি আপটন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে ভারতকে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দক্ষিণ আফ্রিকা-জাত প্যাডি।(ছবি: টুইটার)

4 / 6
আপটন আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন। রাজস্থান রয়্যালসে দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন। সূত্রের খবর, রাহুল দ্রাবিড়ই আপটনের সঙ্গে যোগাযোগ করে ফের ভারতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন।(ছবি: টুইটার)

আপটন আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন। রাজস্থান রয়্যালসে দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন। সূত্রের খবর, রাহুল দ্রাবিড়ই আপটনের সঙ্গে যোগাযোগ করে ফের ভারতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন।(ছবি: টুইটার)

5 / 6
টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের ব্যস্ত সূচী। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এই পরিস্থিতিতে দ্রাবিড়ের এমন একজন মানুষের প্রয়োজন অনুভূত হয়েছে যিনি ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার কাজ করবেন।(ছবি: টুইটার)

টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের ব্যস্ত সূচী। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ অক্টোবর বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এই পরিস্থিতিতে দ্রাবিড়ের এমন একজন মানুষের প্রয়োজন অনুভূত হয়েছে যিনি ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার কাজ করবেন।(ছবি: টুইটার)

6 / 6
অতীতে আইপিএলের সুবাদে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল এবং প্রসিধ কৃষ্ণর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাই দলের ক্রিকেটারদের প্রয়োজন সম্পর্কে অবগত তিনি। দীর্ঘ সময় ধরে ফর্ম নিয়ে সমস্যায় থাকা বিরাট কোহলির জন্য আলাদা সময় ব্যয় করতে হবে ৫৮ বছরের মেন্টাল কন্ডিশনিং কোচকে।(ছবি: টুইটার)

অতীতে আইপিএলের সুবাদে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল এবং প্রসিধ কৃষ্ণর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাই দলের ক্রিকেটারদের প্রয়োজন সম্পর্কে অবগত তিনি। দীর্ঘ সময় ধরে ফর্ম নিয়ে সমস্যায় থাকা বিরাট কোহলির জন্য আলাদা সময় ব্যয় করতে হবে ৫৮ বছরের মেন্টাল কন্ডিশনিং কোচকে।(ছবি: টুইটার)

Next Photo Gallery