পার্টি হোক বা যে কোনও অনুষ্ঠান, শীতকালে আইসক্রিমের লোভ সামালানো কঠিন। কিন্তু শীতকালে আইসক্রিম খাওয়া কি উচিত?(ছবি:Pinterest)
এই নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শীতে আইসক্রিম থেকে দূরে থাকাই ভালো। কারণ এতে শরীর খারাপ হতে পারে। (ছবি:Pinterest)
বিশেষ করে যাঁদের সাইনাস বা গলায় সংক্রমণের সমস্যা রয়েছে, তাঁদের তো আইসক্রিম ছোঁয়াই চলবে না। টনসিলের সমস্যা থাকতেও আইসক্রিম খাবেন না। (ছবি:Pinterest)
শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। তাই মানুষজন এমনিতেই বিভিন্ন রোগভোগের কবলে পড়েন। তাই যতটা পারা যায় সাবধানতা অমলম্বন করাই ভালো। (ছবি:Pinterest)
শীতে আরও একটি কারণে আইসক্রিম থেকে দূরে থাকার পরমর্শ দেন বিশেষজ্ঞরা। সেটি হল শীতে আমাদের শরীরে মেটাবলিজম কমে যায়। ভাটা পড়ে শরীরচর্চাতেও।(ছবি:Pinterest)
আর আইসক্রিম মানেই ক্যালোরি। এই পরিস্থিতিতে অতিরিক্ত ক্যালরি শরীরে প্রবেশ করলে ক্ষতি হতে পারে। তাই শীতে আইসক্রিম না খাওয়াই ভালো। (ছবি:Pinterest)
আর একান্তই শীতকালে যদি আইসক্রিম খেতেই হয়, তাহলে দুপুরে বা বিকেলে খান। রাতে আইসক্রিম খাবেন না। আর আইসক্রিম খাওয়ার পর অবশ্যই জলপান করুন। (ছবি:Pinterest)
যদি আইসক্রিম খাওয়ার পর গলা খুসখুস করে বা ঠান্ডা লাগার কোনও উপসর্গ দেখা দেয়, ঈষদুষ্ণ জল বা আদা-চা পান করুন তাহলেই সমস্যা মিটবে।(ছবি:Pinterest)