Signs of Skin Dehydration: প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করেছে ত্বক, বুঝবেন কোন লক্ষণে?
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 02, 2022 | 1:56 PM
কাঠফাটা রোদে বেরোলে শুধু যে শরীরে অস্বস্তি তৈরি হয়, তা নয়। সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের ওপর কু-প্রভাব ফেলে। এর পাশাপাশি ত্বকের সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে না চললে বিপদ আরও বাড়তে থাকে।
1 / 6
কাঠফাটা রোদে বেরোলে শুধু যে শরীরে অস্বস্তি তৈরি হয়, তা নয়। সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের ওপর কু-প্রভাব ফেলে। এর পাশাপাশি ত্বকের সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে না চললে বিপদ আরও বাড়তে থাকে।
2 / 6
পরিচর্যার অভাবে ত্বকের আর্দ্রতা কমতে থাকে। ধীরে ধীরে অল্প বয়সেই বলিরেখার সমস্যা দেখা দেয়। তাই সময় থাকতেই সংযত হওয়া দরকার। কিন্তু কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করেছে?
3 / 6
ত্বকের যত্ন না নিলে তার ক্ষয় হয়। ত্বকে র্যাশ, চুলকানি, ব্রণর সমস্যা বেড়ে যায়। ত্বক অত্যধিক মাত্রায় স্পর্শকাতর হয়ে যায়। ফলে সামান্য আঘাতেও ত্বকের ওপর লালচে ভাব দেখা যায়। এই ধরনের লক্ষণগুলো অবহেলা করবেন না।
4 / 6
বয়সের আগেই চামড়ায় বার্ধক্য দেখা দিলে এখনই সাবধান হন। চোখের তলায় কালশিটে দাগ, কপালে বলিরেখা দেখা যাওয়া মোটেই ভাল লক্ষণ নয়। এতেই বোঝা যায় যে, ত্বক আর্দ্রতা হারাতে শুরু করেছে।
5 / 6
আর ত্বক ডিহাইড্রেট হয়ে গেলে তা নিস্তেজ হয়ে পড়বে এটাই স্বাভাবিক। ত্বক নিজস্ব উজ্জ্বলতা হারিয়ে ফেলে দ্রুত। এর পাশাপাশি ত্বকে নানা ছোপ দেখা দেয়। এর কারণ একটাই। ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলেছে।
6 / 6
আর ত্বক ডিহাইড্রেট হয়ে গেলে তা নিস্তেজ হয়ে পড়বে এটাই স্বাভাবিক। ত্বক নিজস্ব উজ্জ্বলতা হারিয়ে ফেলে দ্রুত। এর পাশাপাশি ত্বকে নানা ছোপ দেখা দেয়। এর কারণ একটাই। ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলেছে।