Sawan 2022: শ্রাবণ মাসের উপবাস রেখেছেন? শিবের রুদ্ররূপ দেখতে না চাইলে ভুলেও এই জিনিসগুলি করবেন না
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 30, 2022 | 7:19 PM
Do not make Mistake: হিন্দুধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। শ্রাবণ মাসে বিশেষভাবে মহাদেবকে পুজো করা হয়। এই মাসে শিবকে সন্তুষ্ট করতে প্রতি সোমবার উপবাস পালন করেন শিবভক্তরা।
1 / 7
ভোলেনাথের সবচেয়ে প্রিয় জিনিস যেমন বেলপাতা, ভাং, গঙ্গাজল, দুধ, চন্দন, ছাই ইত্যাদি পুজো সামগ্রীতে ও নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয়। শ্রাবণ মাসে শিবপুজো করার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
2 / 7
অনেকেই এই সময় সারাদিন উপবাস করে শিবপুজো করেন। তবে জেনে-বুঝে শিবপুজোয় অনেক বড় ভুল হয়ে যায়। অল্পে সন্তুষ্ট হলেও শিবপুজো করা উচিত নিষ্ঠা ও ভক্তিভরে। তাই পুজো বা উপবাস পালনে কোনও রকম ভুল দেখলেই ক্রুদ্ধ হোন মহাদিদেব।
3 / 7
হলুদ প্রয়োগ করবেন না: শিবলিঙ্গে কখনও হলুদ নিবেদন করবেন না। শ্রাবণ মাসে শিবলিঙ্গে বেলপাতা, দুধ, গঙ্গাজল, গাঁজা, চন্দন, ভস্ম ইত্যাদি নিবেদন করতে পারেন।
4 / 7
শিবলিঙ্গে স্পর্শ করবেন না: শাস্ত্র অনুসারে, শিবের পুজো করা সময় মহিলাদেক কখনও শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে, নারীরা শিবলিঙ্গ স্পর্শ করলে দেবী পার্বতী রেগে যান।
5 / 7
কালো পোশাক পরবেন না: শ্রাবণ মাসের সোমবারে উপবাস রাখলে কখনও কালো রঙের পোশাক পরবেন না। কালো রঙ নেতিবাচকের প্রতীক। ভোলেনাথের পুজো করার সময় লাল বা হলুদ রঙের পোশাক পরলে শুভ বলে মনে করা হয়। এছাড়া সবুজ রঙের কাপড়ও ভাল।
6 / 7
শ্রাবণ মাসে এইসব খাবার একদম খাবেন না: শ্রাবণ মাসে বেগুন,শাক, রসুন, পেঁয়াজ, মাংস বা অ্যালকোহল ভুলেও খাবেন না। বিশেষ করে মহিলাদের জন্য এই বিধান রয়েছে। তামসিক খাবারের পরিবর্তে সাত্ত্বিক খাবার খান।
7 / 7
কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না: শুধু শ্রাবণ মাসের জন্যই নয়, যে কোনও উপবাসের অর্থ হল আমাদের শারীরিক ও মানসিক আধ্যাত্মিক অনুশীলন করা উচিত। ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। শ্রাবণ মাসে কারোর খারাপ চাইবেন না ও অপবাদ দেবেন না। এতে উপবাসের ফল পাওয়া যায় না।