TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 02, 2022 | 12:55 PM
জীবনে সাফল্যে পেতে একজন ব্যক্তি অনেক কিছু করে থাকেন। উন্নতির শিখরের উঠতে অনেক পরিশ্রমও করেন। তবে সেই পরিশ্রম অনেকসময় কাজে নাও লাগতে পারে। পরিবারে যাতে কোনও কিছুর অভাব না থাকে সে জন্য কঠোর পরিশ্রম করেন সকলেই। তবে ভাগ্যের অভাবে সেই কাজও কঠিন হয়ে যেতে পারে।
জ্যোতিষমতে, এই পরিস্থিতিতে কিছু ব্যবস্থা নেওয়া দরকার,তাতে দেবী লক্ষ্মী খুশি থাকেন ও আশীর্বাদ বর্ষণ করেন। সকালে ঘুম থেকে ওঠার পর কী কী করণীয়, তা জেনে রাখা প্রয়োজন। প্রতিদিন সকালে তুলসী পুজো করলে লক্ষ্মী প্রসন্ন হন।
এমন অবস্থায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুলসী পুজো করলে জীবনে সব বাধা কেটে যায় ও কাজে যে কোনও সাফল্য আসে দ্রুত। এতে দেবী লক্ষ্মী খুশি হন এবং আশীর্বাদ করেন। অর্থনৈতিক সংকট দূর হয়।
রোজ সকালে ঘুম থেকে উঠে তুলসী গাছের পুজো করে জল নিবেদন করুন। এই সময় এই মন্ত্রটি জপ করুন। 'মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী, আধি ব্যাধি হরা নিত্যম, তুলসী ত্বাম নমোস্তুতে'। প্রতিদিন তুলসীতে জল অর্পণ করে এই মন্ত্র পাঠ করলে জীবনে উন্নতি হতে পারে।
পুজোর পর যে পাত্র থেকে তুলসীকে জল দেওয়া হয়েছে সেই পাত্র থেকে সামান্য জল বাঁচিয়ে সারা ঘরে জল ছিটিয়ে দিন। এতে ঘরে যত খারাপ ও নেতিবাচক শক্তিই থাকুক না কেন তা বেরিয়ে যাবে।
প্রদোষে প্রতিদিন সন্ধ্যায় পুজোর পর তুলসী গাছের নিচে ঘি প্রদীপ জ্বালাতে হবে। এতে করে লক্ষ্মী প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন। যে বাড়িতে তুলসীর পুজো হয়, দেবী লক্ষ্মী সেখানে বাস করেন।
সন্ধ্যায় তুলসী গাছকে কখনওই স্পর্শ করা উচিত নয়। রবিবার তুলসীতে জল নিবেদন করবেন না। প্রণাম না করে কখনই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এই কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন।