Swastik Making: পুজোর সময় স্বস্তিক চিহ্ন ঠিক করে টানছেন তো? রয়েছে সঠিক পদ্ধতি ও উপকারিতা

Puja Rituals: বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে স্বস্তিক তৈরি করলে কী কী উপকার পেতে পারেন, তা অনেকেই জানেন না। শুধ তাই নয়, স্বস্তিক শুভর প্রতীকই নয়, এই প্রতীকটি কেবল তৈরি করা হয় না, এই মঙ্গলচিহ্নকে পূজাও করা হয়। বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন যেদিকেই টানা বা আঁকা হোক না কেন, তা ১০৮ গুণ পর্যন্ত পজিটিভ শক্তি বৃদ্ধি করে।

| Updated on: Jun 28, 2024 | 5:06 PM
বাড়িতে পুজোর সময় বা বিবাহ, গৃহপ্রবেশের সময় মঙ্গলঘটে স্বস্তিক চিহ্ন না দিলে তা অসম্পূর্ণ থাকে। হিন্দুধর্মে স্বস্তিক চিহ্নের রয়েছে হাজারো গুণ ও উপকারিতা। তা প্রায় নব্বই শতাংশ মানুষ জানেনই না। শাস্ত্র অনুসারে, এই মঙ্গল চিহ্ন ছাড়া যে কোনও পুজো বা শুভকাজ অসম্পূর্ণ বলে মনে করা হয়।

বাড়িতে পুজোর সময় বা বিবাহ, গৃহপ্রবেশের সময় মঙ্গলঘটে স্বস্তিক চিহ্ন না দিলে তা অসম্পূর্ণ থাকে। হিন্দুধর্মে স্বস্তিক চিহ্নের রয়েছে হাজারো গুণ ও উপকারিতা। তা প্রায় নব্বই শতাংশ মানুষ জানেনই না। শাস্ত্র অনুসারে, এই মঙ্গল চিহ্ন ছাড়া যে কোনও পুজো বা শুভকাজ অসম্পূর্ণ বলে মনে করা হয়।

1 / 9
কথিত আছে, বাড়িতে স্বস্তিক প্রতীক তৈরি করলে শিক্ষা থেকে কর্মক্ষেত্রে সুফল পাওয়া যায়। সনাতন ধর্মে, যেকোনও শুভ কাজের আগে অবশ্যই স্বস্তিক চিহ্ন তৈরি করা হয়। মনে করা হয় যে সঠিক দিকনির্দেশনা ও সঠিকভাবে তৈরি করা স্বস্তিক চিহ্ন ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

কথিত আছে, বাড়িতে স্বস্তিক প্রতীক তৈরি করলে শিক্ষা থেকে কর্মক্ষেত্রে সুফল পাওয়া যায়। সনাতন ধর্মে, যেকোনও শুভ কাজের আগে অবশ্যই স্বস্তিক চিহ্ন তৈরি করা হয়। মনে করা হয় যে সঠিক দিকনির্দেশনা ও সঠিকভাবে তৈরি করা স্বস্তিক চিহ্ন ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

2 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে স্বস্তিক তৈরি করলে কী কী উপকার পেতে পারেন, তা অনেকেই জানেন না। শুধ তাই নয়, স্বস্তিক শুভর প্রতীকই নয়, এই প্রতীকটি কেবল তৈরি করা হয় না, এই মঙ্গলচিহ্নকে পূজাও করা হয়। বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন যেদিকেই টানা বা আঁকা হোক না কেন, তা ১০৮ গুণ পর্যন্ত পজিটিভ শক্তি বৃদ্ধি করে।

বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে স্বস্তিক তৈরি করলে কী কী উপকার পেতে পারেন, তা অনেকেই জানেন না। শুধ তাই নয়, স্বস্তিক শুভর প্রতীকই নয়, এই প্রতীকটি কেবল তৈরি করা হয় না, এই মঙ্গলচিহ্নকে পূজাও করা হয়। বিশ্বাস করা হয় যে স্বস্তিক চিহ্ন যেদিকেই টানা বা আঁকা হোক না কেন, তা ১০৮ গুণ পর্যন্ত পজিটিভ শক্তি বৃদ্ধি করে।

3 / 9
ঋগ্বেদে স্বস্তিকাকে সূর্যের প্রতীক মনে করা হয়। এই চিহ্নের চারটি দিক চারটি দিক নির্দেশ করে। স্বস্তিককে মঙ্গলের প্রতীক বলে মনে করা হয়। সৌভাগ্যও আকর্ষণ করে চুম্বকের মতো। ব্যক্তির ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। ঘরে থাকে পজিটিভ এনার্জিও। স্বস্তিক প্রতীক তৈরি করলে সমস্ত শুভকাজ সিদ্ধ হয়।

ঋগ্বেদে স্বস্তিকাকে সূর্যের প্রতীক মনে করা হয়। এই চিহ্নের চারটি দিক চারটি দিক নির্দেশ করে। স্বস্তিককে মঙ্গলের প্রতীক বলে মনে করা হয়। সৌভাগ্যও আকর্ষণ করে চুম্বকের মতো। ব্যক্তির ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। ঘরে থাকে পজিটিভ এনার্জিও। স্বস্তিক প্রতীক তৈরি করলে সমস্ত শুভকাজ সিদ্ধ হয়।

4 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে, স্বস্তিকার প্রতীক উত্তর-পূর্ব বা উত্তর দিকে করা উত্তম বলে মনে করা হয়। এর পরিবর্তে, বাড়িতে অষ্টধাতু বা তামার তৈরি একটি স্বস্তিক প্রতীকও রাখতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হয়।ঘরে মঙ্গল আবহ বয়ে আনতে সক্ষম হয়। চন্দন, লাল বা সিঁদুরের রঙ বা হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করা শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন যে কেউ ভুল করেও উল্টানো স্বস্তিকা তৈরি ও ব্যবহার করা উচিত নয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, স্বস্তিকার প্রতীক উত্তর-পূর্ব বা উত্তর দিকে করা উত্তম বলে মনে করা হয়। এর পরিবর্তে, বাড়িতে অষ্টধাতু বা তামার তৈরি একটি স্বস্তিক প্রতীকও রাখতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হয়।ঘরে মঙ্গল আবহ বয়ে আনতে সক্ষম হয়। চন্দন, লাল বা সিঁদুরের রঙ বা হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করা শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন যে কেউ ভুল করেও উল্টানো স্বস্তিকা তৈরি ও ব্যবহার করা উচিত নয়।

5 / 9
ঋগ্বেদে, স্বস্তিকাকে সূর্যের প্রতীক বলেও মনে করা হয়। এই ৪টি বাহুকে চারটি দিক হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে সঠিক উপায়ে স্বস্তিকা তৈরি করাও গুরুত্বপূর্ণ কারণ এটি ইতিবাচক শক্তির সঙ্গে নেতিবাচক শক্তি প্রবাহিত করে। সঠিকভাবে তৈরি না হলে এর নেতিবাচক প্রভাব দেখা যায়।

ঋগ্বেদে, স্বস্তিকাকে সূর্যের প্রতীক বলেও মনে করা হয়। এই ৪টি বাহুকে চারটি দিক হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে সঠিক উপায়ে স্বস্তিকা তৈরি করাও গুরুত্বপূর্ণ কারণ এটি ইতিবাচক শক্তির সঙ্গে নেতিবাচক শক্তি প্রবাহিত করে। সঠিকভাবে তৈরি না হলে এর নেতিবাচক প্রভাব দেখা যায়।

6 / 9
স্বস্তিকা তৈরি করার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি মনে রাখবেন যে এটি ক্রস তৈরি করে শুরু করবেন না। অধিকাংশই পুজোর ঘটে আঁকতে গিয়ে ভুল করেন এই মঙ্গলচিহ্ন আঁকতে। তাই প্রথমে একটি প্লাস বা যুক্ত চিহ্ন তৈরি করে, তারপর এর চারপাশের দিকগুলি তৈরি করুন৷ তবে এইভাবে চিহ্ন আঁকাটাও সঠিক নয়।

স্বস্তিকা তৈরি করার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি মনে রাখবেন যে এটি ক্রস তৈরি করে শুরু করবেন না। অধিকাংশই পুজোর ঘটে আঁকতে গিয়ে ভুল করেন এই মঙ্গলচিহ্ন আঁকতে। তাই প্রথমে একটি প্লাস বা যুক্ত চিহ্ন তৈরি করে, তারপর এর চারপাশের দিকগুলি তৈরি করুন৷ তবে এইভাবে চিহ্ন আঁকাটাও সঠিক নয়।

7 / 9
সঠিক পদ্ধতি হল, প্রথমে স্বস্তিকার ডান অংশ ও তারপর বাম অংশ তৈরি করা উচিত। তাতেই শুভ স্বস্তিক চিহ্ন হবে তা শুভ ফল দেয়। এর পর এর চার হাত তৈরি করুন। বাস্তুশাস্ত্রে স্বস্তিকার গুরুত্ব রয়েছে। বাড়ির প্রধান দরজায় কোনও ধরনের ত্রুটি থাকলে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। তাতে বাস্তু দোষের প্রভাব কমে যায় ও ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

সঠিক পদ্ধতি হল, প্রথমে স্বস্তিকার ডান অংশ ও তারপর বাম অংশ তৈরি করা উচিত। তাতেই শুভ স্বস্তিক চিহ্ন হবে তা শুভ ফল দেয়। এর পর এর চার হাত তৈরি করুন। বাস্তুশাস্ত্রে স্বস্তিকার গুরুত্ব রয়েছে। বাড়ির প্রধান দরজায় কোনও ধরনের ত্রুটি থাকলে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। তাতে বাস্তু দোষের প্রভাব কমে যায় ও ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

8 / 9
ব্যবসায়ীদের কাছে এই মঙ্গলচিহ্ন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বারবার আর্থিকক্ষতি র সম্মপখীন হলে, ব্যবসায় নানা মন্দা দেখা দিলে ব্যবসার জায়গায় উত্তর-পূর্ব কোণে স্বস্তিকা তৈরি করা উচিত। মাথায় থাকবে, টানা সাতটি বৃহস্পতিবার পর্যন্ত শুকনো হলুদ দিয়ে স্বস্তিক তৈরি করলে ধীরে ধীরে ব্যবসায় লাভ পেতে শুরু করবেন।

ব্যবসায়ীদের কাছে এই মঙ্গলচিহ্ন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বারবার আর্থিকক্ষতি র সম্মপখীন হলে, ব্যবসায় নানা মন্দা দেখা দিলে ব্যবসার জায়গায় উত্তর-পূর্ব কোণে স্বস্তিকা তৈরি করা উচিত। মাথায় থাকবে, টানা সাতটি বৃহস্পতিবার পর্যন্ত শুকনো হলুদ দিয়ে স্বস্তিক তৈরি করলে ধীরে ধীরে ব্যবসায় লাভ পেতে শুরু করবেন।

9 / 9
Follow Us:
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা