Hill Stations: পশ্চিমঘাটের সৌন্দর্যের সাক্ষী হতে ঘুরে আসুন কেরালার এই হিল স্টেশনগুলি থেকে!

আপনি যদি ভ্রমণপিপাসু হন এবং পশ্চিমঘাট পর্বতমালার দৃশ্য অন্বেষণে ইচ্ছুক হন তাহলে সোজা চলে যান কেরালার এই হিল স্টেশন গুলিতে।

| Edited By: | Updated on: Oct 07, 2021 | 8:16 AM
মুন্নার: দক্ষিণ ভারতের কাশ্মীর যদি কোনও স্থানকে বলা হয়ে থাকে, তাহলে এটা হল মুন্নার। পশ্চিমঘাট পর্বতমালার পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত, সবুজ চা ও মশলার বাগানে ঘেরা এই জায়গা।

মুন্নার: দক্ষিণ ভারতের কাশ্মীর যদি কোনও স্থানকে বলা হয়ে থাকে, তাহলে এটা হল মুন্নার। পশ্চিমঘাট পর্বতমালার পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত, সবুজ চা ও মশলার বাগানে ঘেরা এই জায়গা।

1 / 6
ভাগামন: এশিয়ার স্কটল্যান্ড নামে পরিচিত এই ভাগামন। সবুজ চা বাগান, নদী, ঝর্ণা সব মিলিয়ে ছুটি কাটানোর দারুণ জায়গা পশ্চিমঘাটের এই জায়গাটি।

ভাগামন: এশিয়ার স্কটল্যান্ড নামে পরিচিত এই ভাগামন। সবুজ চা বাগান, নদী, ঝর্ণা সব মিলিয়ে ছুটি কাটানোর দারুণ জায়গা পশ্চিমঘাটের এই জায়গাটি।

2 / 6
থেক্কাডি: কেরালার অন্যতম জনপ্রিয় স্থান হল থেক্কাডি। এই পাহাড়েই অবস্থিত পেরিয়ার টাইগার রিজার্ভ। তার সঙ্গে রয়েছে একাধিক সুগন্ধিত মশলার বাগান।

থেক্কাডি: কেরালার অন্যতম জনপ্রিয় স্থান হল থেক্কাডি। এই পাহাড়েই অবস্থিত পেরিয়ার টাইগার রিজার্ভ। তার সঙ্গে রয়েছে একাধিক সুগন্ধিত মশলার বাগান।

3 / 6
লাক্কিদি: যদি পায়ে হেঁটে পশ্চিমঘাটের মনোরম দৃশ্যের অনুভূতি নিতে চান তাহলে ঘুরে আসতে পারেন লাক্কিদি। মনোরম জলবায়ুর জন্য এই স্থান ভ্রমণকারীদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র।

লাক্কিদি: যদি পায়ে হেঁটে পশ্চিমঘাটের মনোরম দৃশ্যের অনুভূতি নিতে চান তাহলে ঘুরে আসতে পারেন লাক্কিদি। মনোরম জলবায়ুর জন্য এই স্থান ভ্রমণকারীদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র।

4 / 6
পনমুডি: সমুদ্র ও পাহাড়ের দৃশ্যের যদি এক সঙ্গে আনন্দ উপভোগ করতে চান তাহলে পনমুডিই হবে আপনার জন্য সেরা। কেরালার এই স্থান থেকে পশ্চিমঘাটে দাঁড়িয়ে আপনি আরব সাগরের দৃশ্য উপভোগ কর‍তে পারবেন।

পনমুডি: সমুদ্র ও পাহাড়ের দৃশ্যের যদি এক সঙ্গে আনন্দ উপভোগ করতে চান তাহলে পনমুডিই হবে আপনার জন্য সেরা। কেরালার এই স্থান থেকে পশ্চিমঘাটে দাঁড়িয়ে আপনি আরব সাগরের দৃশ্য উপভোগ কর‍তে পারবেন।

5 / 6
বৈথিরি: বৈথিরিকে আপনি কেরালার অফবিটও বলতে পারেন। এখনও সেইরূপ জনপ্রিয়তা পাইনি এই পাহাড়ি গ্রামটি। তবে এখানের আবহাওয়া ও পশ্চিমঘাটের মনোরম দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।

বৈথিরি: বৈথিরিকে আপনি কেরালার অফবিটও বলতে পারেন। এখনও সেইরূপ জনপ্রিয়তা পাইনি এই পাহাড়ি গ্রামটি। তবে এখানের আবহাওয়া ও পশ্চিমঘাটের মনোরম দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।

6 / 6
Follow Us: