মুন্নার: দক্ষিণ ভারতের কাশ্মীর যদি কোনও স্থানকে বলা হয়ে থাকে, তাহলে এটা হল মুন্নার। পশ্চিমঘাট পর্বতমালার পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত, সবুজ চা ও মশলার বাগানে ঘেরা এই জায়গা।
ভাগামন: এশিয়ার স্কটল্যান্ড নামে পরিচিত এই ভাগামন। সবুজ চা বাগান, নদী, ঝর্ণা সব মিলিয়ে ছুটি কাটানোর দারুণ জায়গা পশ্চিমঘাটের এই জায়গাটি।
থেক্কাডি: কেরালার অন্যতম জনপ্রিয় স্থান হল থেক্কাডি। এই পাহাড়েই অবস্থিত পেরিয়ার টাইগার রিজার্ভ। তার সঙ্গে রয়েছে একাধিক সুগন্ধিত মশলার বাগান।
লাক্কিদি: যদি পায়ে হেঁটে পশ্চিমঘাটের মনোরম দৃশ্যের অনুভূতি নিতে চান তাহলে ঘুরে আসতে পারেন লাক্কিদি। মনোরম জলবায়ুর জন্য এই স্থান ভ্রমণকারীদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র।
পনমুডি: সমুদ্র ও পাহাড়ের দৃশ্যের যদি এক সঙ্গে আনন্দ উপভোগ করতে চান তাহলে পনমুডিই হবে আপনার জন্য সেরা। কেরালার এই স্থান থেকে পশ্চিমঘাটে দাঁড়িয়ে আপনি আরব সাগরের দৃশ্য উপভোগ করতে পারবেন।
বৈথিরি: বৈথিরিকে আপনি কেরালার অফবিটও বলতে পারেন। এখনও সেইরূপ জনপ্রিয়তা পাইনি এই পাহাড়ি গ্রামটি। তবে এখানের আবহাওয়া ও পশ্চিমঘাটের মনোরম দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।