ফুট ম্যাসাজার থেকে মেডিটেশন রুম, ট্রেনের চালকরা বিশ্রাম নেবেন এই বিলাসবহুল লাউঞ্জে

Sayanta Bhattacharya | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 13, 2024 | 11:26 AM

Eastern Railways:  লোকো পাইলটদের ধ্যান করার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণের জন্য যোগা প্রশিক্ষকও থাকবেন। পাশাপাশি লোকো পাইলটদের রেলওয়ের নিয়ম ও রক্ষণাবেক্ষণের জন্য়ও আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

1 / 7
ট্রেনের চালকরা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান না। সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনাগুলির তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। এবার শুধু ট্রেনের যাত্রীরাই নয়, চালক ও অ্যাসিস্টেন্ট চালকদের বিশ্রামের জন্যও বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেলওয়ে।

ট্রেনের চালকরা পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান না। সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনাগুলির তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। এবার শুধু ট্রেনের যাত্রীরাই নয়, চালক ও অ্যাসিস্টেন্ট চালকদের বিশ্রামের জন্যও বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেলওয়ে।

2 / 7
লোকো এবং অ্যাসিস্টেন্ট লোকো পাইলটদের জন্য তৈরি করা হচ্ছে বিশ্রামের রুম। সেখানে থাকবে ফুট ম্যাসাজার থেকে মেডিটেশন রুম।

লোকো এবং অ্যাসিস্টেন্ট লোকো পাইলটদের জন্য তৈরি করা হচ্ছে বিশ্রামের রুম। সেখানে থাকবে ফুট ম্যাসাজার থেকে মেডিটেশন রুম।

3 / 7
ট্রেনের চালকদের বিশ্রামের জন্যই পূর্ব রেলওয়ের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "লোকো ও অ্যাসিস্টেন্ট লোকো পাইলটদের বিশ্রাম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ততার মাঝে বিশ্রামের জন্য বিশেষ রুমের ব্যবস্থা করা হয়েছে। আমরা ক্রু লবি রুমগুলিকে আপগ্রেড করছি।"

ট্রেনের চালকদের বিশ্রামের জন্যই পূর্ব রেলওয়ের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "লোকো ও অ্যাসিস্টেন্ট লোকো পাইলটদের বিশ্রাম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যস্ততার মাঝে বিশ্রামের জন্য বিশেষ রুমের ব্যবস্থা করা হয়েছে। আমরা ক্রু লবি রুমগুলিকে আপগ্রেড করছি।"

4 / 7
তিনি বলেন, "এসি রুমে পরিবর্তিত করা হচ্ছে, যাতে হোটেলের মতো আরাম পাওয়া যায়। ক্রু লবিতে ডরমেটরি ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। তার বদলে এবার থেকে প্রতি রুমে দুটি করে বেড রাখা থাকবে। মহিলা ও পুরুষ রেলকর্মীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে।"

তিনি বলেন, "এসি রুমে পরিবর্তিত করা হচ্ছে, যাতে হোটেলের মতো আরাম পাওয়া যায়। ক্রু লবিতে ডরমেটরি ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। তার বদলে এবার থেকে প্রতি রুমে দুটি করে বেড রাখা থাকবে। মহিলা ও পুরুষ রেলকর্মীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে।"

5 / 7
 লোকো পাইলটদের ধ্যান করার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণের জন্য যোগা প্রশিক্ষকও থাকবেন। পাশাপাশি লোকো পাইলটদের রেলওয়ের নিয়ম ও রক্ষণাবেক্ষণের জন্য়ও আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 লোকো পাইলটদের ধ্যান করার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণের জন্য যোগা প্রশিক্ষকও থাকবেন। পাশাপাশি লোকো পাইলটদের রেলওয়ের নিয়ম ও রক্ষণাবেক্ষণের জন্য়ও আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

6 / 7
এবার থেকে পূর্ব রেলওয়ের সমস্ত ক্রু লবি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। থাকবে বায়োমেট্রিক চেক-ইনের ব্যবস্থা। আরও যুক্ত ওয়াটার ফিল্টার ও কুলার থাকবে। আরামের জন্য ফুট ম্যাসাজার, রিক্লাইনিং চেয়ার, নরম সোফা থাকবে। আলাদাভাবে রিডিং রুমও থাকবে। এছাড়া ফুড কাউন্টারও থাকবে।

এবার থেকে পূর্ব রেলওয়ের সমস্ত ক্রু লবি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। থাকবে বায়োমেট্রিক চেক-ইনের ব্যবস্থা। আরও যুক্ত ওয়াটার ফিল্টার ও কুলার থাকবে। আরামের জন্য ফুট ম্যাসাজার, রিক্লাইনিং চেয়ার, নরম সোফা থাকবে। আলাদাভাবে রিডিং রুমও থাকবে। এছাড়া ফুড কাউন্টারও থাকবে।

7 / 7
বর্তমানে পূর্ব রেলওয়ের অধীনে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, আজিমগঞ্জ, রামপুরহাট, শিয়ালদহ, কলকাতা, দমদম জংশন, নৈহাটি, রানাঘাট, আসানসোল, যশিডি, মধুপুর, দুমকা, মালদা, ভাগলপুর, জামালপুর, সাহিবগঞ্জ সহ ২৬টি স্টেশনে এই ক্রু লবির সুবিধা রয়েছে।

বর্তমানে পূর্ব রেলওয়ের অধীনে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, আজিমগঞ্জ, রামপুরহাট, শিয়ালদহ, কলকাতা, দমদম জংশন, নৈহাটি, রানাঘাট, আসানসোল, যশিডি, মধুপুর, দুমকা, মালদা, ভাগলপুর, জামালপুর, সাহিবগঞ্জ সহ ২৬টি স্টেশনে এই ক্রু লবির সুবিধা রয়েছে।

Next Photo Gallery