Health Tips: জাঙ্ক‌ ফুড খাওয়া থেকে নিজেকে আটকাতে পারছেন না? এই ভাবে ট্রাই করে দেখুন

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 17, 2021 | 4:09 PM

খিদে পেলেই পিজ্জা বার্গার খেতে ইচ্ছা করে? রাস্তায় বেরোলেই আপনি জাঙ্ক‌ কিনে ফেলছেন? এতে যে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কীভাবে এই সমস্যার সমাধান হবে জেনে নিন...

1 / 7
প্রচুর পরিমাণে জল পান করুন

প্রচুর পরিমাণে জল পান করুন

2 / 7
খিদে পেলেই জাঙ্ক‌ ফুড কিনবেন না। নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার খেতে থাকুন।

খিদে পেলেই জাঙ্ক‌ ফুড কিনবেন না। নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার খেতে থাকুন।

3 / 7
বাইরের খাবার কিনে খাওয়ার থেকে বাড়িতেই সেই খাবারের বিকল্প কিছু তৈরি করে নিন।

বাইরের খাবার কিনে খাওয়ার থেকে বাড়িতেই সেই খাবারের বিকল্প কিছু তৈরি করে নিন।

4 / 7
প্রথমে একটি ডায়েট প্ল্যান তৈরি করে নিন। এরপর সেই প্ল্যান অনুযায়ী খাবার খান।

প্রথমে একটি ডায়েট প্ল্যান তৈরি করে নিন। এরপর সেই প্ল্যান অনুযায়ী খাবার খান।

5 / 7
নিয়মিত হার্বা‌ল চা পান করুন।

নিয়মিত হার্বা‌ল চা পান করুন।

6 / 7
মানসিক চাপ কমান। এর জন্য আপনি নিয়মিত যোগব্যায়াম করুন।

মানসিক চাপ কমান। এর জন্য আপনি নিয়মিত যোগব্যায়াম করুন।

7 / 7
দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান। পর্যাপ্ত পরিমাণ ঘুম শরীরের অনেক সমস্যাই দূর করে দেয়।

দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান। পর্যাপ্ত পরিমাণ ঘুম শরীরের অনেক সমস্যাই দূর করে দেয়।

Next Photo Gallery