Eid 2023: খুশির ইদ, খুশির ছবি- বিশ্বজুড়ে কীভাবে পালিত হচ্ছে ইদ-উল-ফিতর, দেখুন

Eid Mubarak: আজ পবিত্র ইদ। রমজান মাসের সমাপ্তিতে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-ফিতর (Eid-U-Fitr)। এই বয়স, প্রতিবন্ধকতা, আর্থিক দুরাবস্থা ভুলে সকলে সামিল হয়েছে এই উৎসবে। আর কোলাকুলি করে নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন সকলে।

| Edited By: | Updated on: Apr 22, 2023 | 3:09 PM
আজ পবিত্র রমজান মাসের সমাপ্তি। আর দেশ-বিদেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ।  পবিত্র ইদ উপলক্ষে আগ্রার তাজমহলে ইদের নমাজ পড়ছেন মুসলিমরা। ছবি সৌজন্যে: PTI

আজ পবিত্র রমজান মাসের সমাপ্তি। আর দেশ-বিদেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। পবিত্র ইদ উপলক্ষে আগ্রার তাজমহলে ইদের নমাজ পড়ছেন মুসলিমরা। ছবি সৌজন্যে: PTI

1 / 16
ইদ-উল-ফিতর উপলক্ষে তিরুবনন্তপুরমে নমাজ পড়ছেন  কেরলের গভর্নর আরিফ মহম্মদ খান (একদম ডানদিকে)। ছবি সৌজন্যে: PTI

ইদ-উল-ফিতর উপলক্ষে তিরুবনন্তপুরমে নমাজ পড়ছেন কেরলের গভর্নর আরিফ মহম্মদ খান (একদম ডানদিকে)। ছবি সৌজন্যে: PTI

2 / 16
 আজ পবিত্র রমজান মাসের সমাপ্তি। এই উৎসবে সামিল হয়েছে খুদেরাও। বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে  নমাজ পড়ছে খুদেরা। হাতে তাদের গাঢ় লাল মেহেন্দি। ছবি সৌজন্যে: PTI

আজ পবিত্র রমজান মাসের সমাপ্তি। এই উৎসবে সামিল হয়েছে খুদেরাও। বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে নমাজ পড়ছে খুদেরা। হাতে তাদের গাঢ় লাল মেহেন্দি। ছবি সৌজন্যে: PTI

3 / 16
রেড রোডে ইদ পালনের সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ছবি সৌজন্যে: PTI

রেড রোডে ইদ পালনের সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ছবি সৌজন্যে: PTI

4 / 16
ইদ সকলের। উৎসবে সামিল হওয়ার ক্ষেত্রে তুচ্ছই প্রতিবন্ধকতা। বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে এক বিশেষ সক্ষম ব্যক্তিকে সাহায্য করছেন আরও এক ব্যক্তি। ছবি সৌজন্যে: PTI

ইদ সকলের। উৎসবে সামিল হওয়ার ক্ষেত্রে তুচ্ছই প্রতিবন্ধকতা। বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে এক বিশেষ সক্ষম ব্যক্তিকে সাহায্য করছেন আরও এক ব্যক্তি। ছবি সৌজন্যে: PTI

5 / 16
মাথার উপরে তীব্র রোদ। তাই ছাতা মাথায় নমাজ পড়ছেন অনেকে। লখনউয়ের ইদগাহতে নমাজ মুসলিমদের।  ছবি সৌজন্যে: PTI

মাথার উপরে তীব্র রোদ। তাই ছাতা মাথায় নমাজ পড়ছেন অনেকে। লখনউয়ের ইদগাহতে নমাজ মুসলিমদের। ছবি সৌজন্যে: PTI

6 / 16
পটনার ইমারত শারিয়াতে ইদ-উল-ফিতরের অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।  ছবি সৌজন্যে: PTI

পটনার ইমারত শারিয়াতে ইদ-উল-ফিতরের অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ছবি সৌজন্যে: PTI

7 / 16
ইদ পালন হচ্ছে ইরানেও। ইরানের তেহরানে নমাজ পড়ছেন মহিলারা। ছবি সৌজন্যে: AP

ইদ পালন হচ্ছে ইরানেও। ইরানের তেহরানে নমাজ পড়ছেন মহিলারা। ছবি সৌজন্যে: AP

8 / 16
ইদে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানে তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্য়েও চলছে ইদ উদযাপন। ইদ-উল-ফিতরে নমাজ পড়ার পর লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদে কোলাকুলি করছেন মহিলারা। ছবি সৌজন্যে: AP

ইদে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানে তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্য়েও চলছে ইদ উদযাপন। ইদ-উল-ফিতরে নমাজ পড়ার পর লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদে কোলাকুলি করছেন মহিলারা। ছবি সৌজন্যে: AP

9 / 16
পবিত্র ইদ উপলক্ষে জম্মুতে নমাজ পড়ছে এক খুদে। চোখে তার কালো রোদ চশমা।  ছবি সৌজন্যে: PTI

পবিত্র ইদ উপলক্ষে জম্মুতে নমাজ পড়ছে এক খুদে। চোখে তার কালো রোদ চশমা। ছবি সৌজন্যে: PTI

10 / 16
ইদ উৎসবে মেতে উঠেছে খুদেরাও। ত্রিপুরার আগরতলায় এক মসজিদের ভিতর মুখে স্পাইডার ম্যানের মাস্ক পরে রয়েছে এক কিশোর। মন তার মুঠোফোনে। ছবি সৌজন্যে: PTI

ইদ উৎসবে মেতে উঠেছে খুদেরাও। ত্রিপুরার আগরতলায় এক মসজিদের ভিতর মুখে স্পাইডার ম্যানের মাস্ক পরে রয়েছে এক কিশোর। মন তার মুঠোফোনে। ছবি সৌজন্যে: PTI

11 / 16
ইদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ। থানেতে মুসলিমদের হাতে হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছেন এবং হাত মেলাচ্ছেন পুলিশ কর্তারা। ছবি সৌজন্যে: PTI

ইদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ। থানেতে মুসলিমদের হাতে হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছেন এবং হাত মেলাচ্ছেন পুলিশ কর্তারা। ছবি সৌজন্যে: PTI

12 / 16
বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে ইদ-উল-ফিতর উৎসবের সময় হাওয়াই মিঠাই বিক্রি করছেন এক বিক্রেতা। ছবি সৌজন্যে: PTI

বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে ইদ-উল-ফিতর উৎসবের সময় হাওয়াই মিঠাই বিক্রি করছেন এক বিক্রেতা। ছবি সৌজন্যে: PTI

13 / 16
দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ইদ। জম্মুতে আজ ইদ-উল-ফিতরের নমাজ পড়ার ফাঁকে  নিজের সন্তানের সঙ্গে খেলছেন এক বাবা। ছবি সৌজন্যে: PTI

দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ইদ। জম্মুতে আজ ইদ-উল-ফিতরের নমাজ পড়ার ফাঁকে নিজের সন্তানের সঙ্গে খেলছেন এক বাবা। ছবি সৌজন্যে: PTI

14 / 16
দিল্লির ইমামিয়া জামা মসজিদে ইদের নমাজ পড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুকতার আব্বাস নাকভি। ছবি সৌজন্যে: PTI

দিল্লির ইমামিয়া জামা মসজিদে ইদের নমাজ পড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুকতার আব্বাস নাকভি। ছবি সৌজন্যে: PTI

15 / 16
একে অপরকে কোলাকুলি করে ইদের শুভেচ্ছা আদান-প্রদান করছে খুদেরা। আজকের জবলপুরের ছবি। ছবি সৌজন্যে: PTI

একে অপরকে কোলাকুলি করে ইদের শুভেচ্ছা আদান-প্রদান করছে খুদেরা। আজকের জবলপুরের ছবি। ছবি সৌজন্যে: PTI

16 / 16
Follow Us: