CFL 2022: সোনারপুরের এই অ্যাকাডেমির ১১ ফুটবলার খেলছে লিগে

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jul 25, 2022 | 4:13 PM

তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল অব ফুটবল এক্সিলেন্স। এ বারের কলকাতা লিগে এই অ্যাকাডেমির ১১ জন ফুটবলার খেলছে। প্রথম ডিভিশনে খেলছে দুই ফুটবলার। তার মধ্যে একজন শ্রীভূমি স্পোর্টিংয়ের গোলকিপার। অপর ফুটবলার খেলছে সিটি অ্যাথলেটিক ক্লাবে। এই অ্যাকাডেমি থেকে এ বারের লিগের তৃতীয় ডিভিশনে খেলছে ৩ ফুটবলার। চতুর্থ ডিভিশনে ২ ফুটবলার আর পঞ্চম ডিভিশনে খেলছে ৪ ফুটবলার।

1 / 5
তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল অব ফুটবল এক্সিলেন্স।

ছবি: নিজস্ব

তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল অব ফুটবল এক্সিলেন্স। ছবি: নিজস্ব

2 / 5
৮ বছর আগে স্কুল অব ফুটবল এক্সিলেন্সের পথ চলা শুরু। তবে ৩ বছর আগে সোনারপুরের গঙ্গাজোয়ারাতে অ্যাকাডেমি গড়ে তোলা হয়।

সৌ: নিজস্ব

৮ বছর আগে স্কুল অব ফুটবল এক্সিলেন্সের পথ চলা শুরু। তবে ৩ বছর আগে সোনারপুরের গঙ্গাজোয়ারাতে অ্যাকাডেমি গড়ে তোলা হয়। সৌ: নিজস্ব

3 / 5
এ বারের কলকাতা লিগে এই অ্যাকাডেমির ১১ জন ফুটবলার খেলছে। প্রথম ডিভিশনে খেলছে দুই ফুটবলার। তার মধ্যে একজন শ্রীভূমি স্পোর্টিংয়ের গোলকিপার। অপর ফুটবলার খেলছে সিটি অ্যাথলেটিক ক্লাবে।

সৌ: নিজস্ব

এ বারের কলকাতা লিগে এই অ্যাকাডেমির ১১ জন ফুটবলার খেলছে। প্রথম ডিভিশনে খেলছে দুই ফুটবলার। তার মধ্যে একজন শ্রীভূমি স্পোর্টিংয়ের গোলকিপার। অপর ফুটবলার খেলছে সিটি অ্যাথলেটিক ক্লাবে। সৌ: নিজস্ব

4 / 5
এই অ্যাকাডেমি থেকে এ বারের লিগের তৃতীয় ডিভিশনে খেলছে ৩ ফুটবলার। চতুর্থ ডিভিশনে ২ ফুটবলার আর পঞ্চম ডিভিশনে খেলছে ৪ ফুটবলার। 

সৌ: নিজস্ব

এই অ্যাকাডেমি থেকে এ বারের লিগের তৃতীয় ডিভিশনে খেলছে ৩ ফুটবলার। চতুর্থ ডিভিশনে ২ ফুটবলার আর পঞ্চম ডিভিশনে খেলছে ৪ ফুটবলার। সৌ: নিজস্ব

5 / 5
এই মুহূর্তে ১৫০জন শিক্ষার্থী প্রশিক্ষণ নেয় এই অ্যাকাডেমিতে। ৪ জন প্রশিক্ষক রয়েছে এই অ্যাকাডেমিতে। অনুশীলনের জন্য রয়েছে ৪টে মাঠ। প্রত্যন্ত এলাকা থেকে ফুটবলাররা প্রশিক্ষণ নিতে আসে এই অ্যাকাডেমিতে।

সৌ: নিজস্ব

এই মুহূর্তে ১৫০জন শিক্ষার্থী প্রশিক্ষণ নেয় এই অ্যাকাডেমিতে। ৪ জন প্রশিক্ষক রয়েছে এই অ্যাকাডেমিতে। অনুশীলনের জন্য রয়েছে ৪টে মাঠ। প্রত্যন্ত এলাকা থেকে ফুটবলাররা প্রশিক্ষণ নিতে আসে এই অ্যাকাডেমিতে। সৌ: নিজস্ব

Next Photo Gallery
Bollywood Unknown Facts: কেউ স্কুলেই যাননি, কেউ আবার টেনেটুনে ১২, বলিউডে সবচেয়ে কম শিক্ষিত অভিনেতা কে?
Weight Loss: ব্যস্ত শেডিউলের মধ্যে সময় নেই ওজন ঝরানোর? মেনে চলুন এই ৫ টিপস