Bangla NewsPhoto gallery Eleven Footballers are playing in CFL From School of Football Excellence
CFL 2022: সোনারপুরের এই অ্যাকাডেমির ১১ ফুটবলার খেলছে লিগে
তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল অব ফুটবল এক্সিলেন্স। এ বারের কলকাতা লিগে এই অ্যাকাডেমির ১১ জন ফুটবলার খেলছে। প্রথম ডিভিশনে খেলছে দুই ফুটবলার। তার মধ্যে একজন শ্রীভূমি স্পোর্টিংয়ের গোলকিপার। অপর ফুটবলার খেলছে সিটি অ্যাথলেটিক ক্লাবে। এই অ্যাকাডেমি থেকে এ বারের লিগের তৃতীয় ডিভিশনে খেলছে ৩ ফুটবলার। চতুর্থ ডিভিশনে ২ ফুটবলার আর পঞ্চম ডিভিশনে খেলছে ৪ ফুটবলার।