২০২০-এর শুরুতে আমরা যখন সন্ত্রস্ত হয়েছি অতিমারির অভিঘাতে, শিল্পী যোগেন চৌধুরী ঠিক তখনই স্পন্দিত হয়েছিলেন। শৈল্পিক ব্যঞ্জনায় তাঁর আজীবনের সৃষ্টি বন্ধ ঘরের ঘেরাটোপে নেচে উঠেছিল। সুত্রপাতের কারণ ছিল একটা বই। দেবভাষার ‘সাক্ষাৎকার’। শিল্পীর জীবনকে কেন্দ্র করে তৈরি অন্তরঙ্গ এই বই তৈরির জন্য তুলি, কালি, কলম নিয়ে বর্ষীয়ান শিল্পী এঁকে ফেললেন তাঁর ৬০ বছরের শিল্পী জীবনের প্রায় সমস্ত ফর্মের চিত্রকলা। যে বিপুল পরিমাণ ছবির জন্ম হল ২০২০-র গোড়া থেকে ২০২১-র অগস্ট পর্যন্ত, তার মধ্যে ১০১টি কাজ নিয়ে সম্প্রতি ফার্ন রোডে হয়ে গেল ‘যো২০২১’ শীর্ষক একটি প্রদর্শনী।