AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harry Maguire-Fern Hawkins: গোপনে বিয়ে হ্যারি ম্যাগুয়েরের, চেনেন পাত্রী ফ্রেন হকিন্সকে?

মাত্র ১৮ বছর বয়সে প্রথম দেখা হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire) ও ফ্রেন হকিন্সের (Fern Hawkins)। অবশেষে ছেলেবেলার বান্ধবীকে বিয়ে করলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন, বৃহস্পতিবার ট্রেনিংয়ের পর ম্যারেজ অফিসে গিয়ে রেজিস্ট্রি করেছেন ফ্রেন হকিন্সের সঙ্গে। তবে পুরো প্রক্রিয়াটা গোপনই রেখেছিলেন। পরিবারের কিছু লোকজন শুধু উপস্থিত ছিলেন।

| Edited By: | Updated on: May 14, 2022 | 7:00 AM
Share
দীর্ঘদিনের বান্ধবী ফ্রেন হকিন্সের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেললেন হ্যারি ম্যাগুয়ের। (ছবি-ক্রিস নীল)

দীর্ঘদিনের বান্ধবী ফ্রেন হকিন্সের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেললেন হ্যারি ম্যাগুয়ের। (ছবি-ক্রিস নীল)

1 / 5
২০১৮ সালে এনগেজমেন্ট সেরে ফেলেন হ্যারি ও ফ্রেন। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

২০১৮ সালে এনগেজমেন্ট সেরে ফেলেন হ্যারি ও ফ্রেন। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

2 / 5
শেফিল্ড বংশোদ্ভূত ফ্রেন হকিন্সের সঙ্গে ২০১১ সাল থেকে ডেট করছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

শেফিল্ড বংশোদ্ভূত ফ্রেন হকিন্সের সঙ্গে ২০১১ সাল থেকে ডেট করছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

3 / 5
হ্যারি ও ফ্রেনের দুই কন্যসন্তান রয়েছে। তাদের নাম লিলি সেইন্ট ও পিপার রোজ। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

হ্যারি ও ফ্রেনের দুই কন্যসন্তান রয়েছে। তাদের নাম লিলি সেইন্ট ও পিপার রোজ। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

4 / 5
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ম্যাগুয়েরের স্ত্রী ফ্রেন বিজ্ঞান ও ফিজিয়োথেরাপিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ম্যাগুয়েরের স্ত্রী ফ্রেন বিজ্ঞান ও ফিজিয়োথেরাপিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। (ছবি-ফ্রেন হকিন্স ইন্সটাগ্রাম)

5 / 5