Bolly Gossip: মাত্র ১৩ বছর বয়সেই শ্রীদেবী মা! এখনকার দিন হলে তোলপাড় হত সোশ্যাল মিডিয়া

Bolly Gossip: খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেন শ্রীদেবী। প্রথমেই বলিউড নয়, মূলত তামিল ছবির মধ্যে দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সে সময় একটি ছবিতে অভিনয় করেন তিনি।

| Edited By: | Updated on: Dec 09, 2023 | 1:15 PM
বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী--- সেই তিনিই নাকি ১৩ বছর বয়সে মা! ভাগ্যিস সে সময় ছিল না ফেসবুক।

বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী--- সেই তিনিই নাকি ১৩ বছর বয়সে মা! ভাগ্যিস সে সময় ছিল না ফেসবুক।

1 / 8
নয়তো সামাজিক মাধ্যমে হত বিপ্লব। প্রতিবাদে মুখর হত ইনস্টা সমাজ--- অন্তত তেমনটাই দাবি নায়িকার ভক্তদের। ব্যাপারটা তবে খুলেই বলা যাক।

নয়তো সামাজিক মাধ্যমে হত বিপ্লব। প্রতিবাদে মুখর হত ইনস্টা সমাজ--- অন্তত তেমনটাই দাবি নায়িকার ভক্তদের। ব্যাপারটা তবে খুলেই বলা যাক।

2 / 8
খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেন শ্রীদেবী। প্রথমেই বলিউড নয়, মূলত তামিল ছবির মধ্যে দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সে সময় একটি ছবিতে অভিনয় করেন তিনি।

খুব ছোট বয়সে কেরিয়ার শুরু করেন শ্রীদেবী। প্রথমেই বলিউড নয়, মূলত তামিল ছবির মধ্যে দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সে সময় একটি ছবিতে অভিনয় করেন তিনি।

3 / 8
ছবির নাম 'মুন্দ্রু মুদিচু'। ওই ছবিতে এক ২৫ বছর বয়সী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন ১৩ বছরের শ্রীদেবী।  শুধু কি তাই? অভিনয় করেছিলেন এক বিখ্যাত নায়কের সৎ মায়ের চরিত্রে!

ছবির নাম 'মুন্দ্রু মুদিচু'। ওই ছবিতে এক ২৫ বছর বয়সী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন ১৩ বছরের শ্রীদেবী। শুধু কি তাই? অভিনয় করেছিলেন এক বিখ্যাত নায়কের সৎ মায়ের চরিত্রে!

4 / 8
 জানেন সেই নায়ক কে ছিলেন? তিনি আর কেউ নন। সুপারস্টার রজনীকান্তের মা হয়েছিলেন তিনি। অনস্ক্রিন মায়ের থেকে ছেলে বয়সে অনেকটাই বড়! -- এমনটাই ঘটেছিল ওই ছবিতে।

জানেন সেই নায়ক কে ছিলেন? তিনি আর কেউ নন। সুপারস্টার রজনীকান্তের মা হয়েছিলেন তিনি। অনস্ক্রিন মায়ের থেকে ছেলে বয়সে অনেকটাই বড়! -- এমনটাই ঘটেছিল ওই ছবিতে।

5 / 8
 বলিউডে এমন ঘটনা নতুন নয়। অতীতেও দেখা গিয়েছে এমন ঘটনা। সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবিতে রণবীর কাপুরের মায়ের চরিত্রে যে অভিনেত্রীকে দেখা গিয়েছে তাঁর ও রণবীরের বয়সের ফারাক এক বছরের।

বলিউডে এমন ঘটনা নতুন নয়। অতীতেও দেখা গিয়েছে এমন ঘটনা। সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবিতে রণবীর কাপুরের মায়ের চরিত্রে যে অভিনেত্রীকে দেখা গিয়েছে তাঁর ও রণবীরের বয়সের ফারাক এক বছরের।

6 / 8
তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। পরবর্তীকালে যদিও রজনীর প্রেমিকার চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে শ্রীদেবীকে।

তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। পরবর্তীকালে যদিও রজনীর প্রেমিকার চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে শ্রীদেবীকে।

7 / 8
তাঁদের দু'জনের বন্ধুত্ব ছিল বেশ মজবত। শোনা যায় রজনী একবার অসুস্থ হয়ে পড়েন, সে সময় নায়কের জন্য উপোসও করেন শ্রীদেবী।

তাঁদের দু'জনের বন্ধুত্ব ছিল বেশ মজবত। শোনা যায় রজনী একবার অসুস্থ হয়ে পড়েন, সে সময় নায়কের জন্য উপোসও করেন শ্রীদেবী।

8 / 8
Follow Us: