Dimple Kapadia: ‘পাঠান’-এ ডিম্পলের চরিত্রে নেওয়ার কথা ছিল এই পুরুষ অভিনেতাকে, শেষ মুহূর্তে কেন বাদ পড়েন?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
May 01, 2023 | 5:59 PM
Dimple Kapadia:সারা বিশ্বে ১০০০ কোটিরও বেশি ব্যবসা করেছে শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান'। ওই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে।
1 / 8
সারা বিশ্বে ১০০০ কোটিরও বেশি ব্যবসা করেছে শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান'। ওই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে।
2 / 8
তাঁর অভিনীত চরিত্রটির নাম নন্দিনী গ্রুওয়াল। মানুষকে বাঁচানোর স্বার্থে যিনি সিনেমার শেষে আত্মবলিদান দেন।
3 / 8
তবে মজার ব্যাপার হল, 'পাঠান' ছবিতে কাজ করার কথাই ছিল না নন্দিনীর! তাঁর বদলে ওই চরিত্রে অভিনয়ের কথা ছিল এক পুরুষ অভিনেতার। তবে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় তাঁকে।
4 / 8
কে সেই অভিনেতা? কেনই বা বাদ দেওয়া হয়েছিল তাঁকে? ওই অভিনেতার নাম কুমুদ মিশ্র। কুমুদের সঙ্গে কথা বলতে যাবেন তার আগের রাতেই ডিম্পলের 'টেনেট' ছবিটি দেখেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
5 / 8
আর তা দেখে এতটাই মুগ্ধ হন সিদ্ধার্থ যে ডিম্পলকেই ফোন করে বসেন। ডিম্পলও কিন্তু এই অফার ফিরিয়ে দেন না। বরং মাঝখান কুমুদকে নেওয়ার প্ল্যান পুরোপুরি ভেস্তে যায়।
6 / 8
মুক্তির পর ডিম্পলের চরিত্রটি ব্যাপক পছন্দ হয়েছিল দর্শকের। শাহরুখের উপযুক্ত বস হিসেবে তাঁকে সাদরে গ্রহণ করে সকলেই।
7 / 8
প্রসঙ্গত ওই ছবির মধ্যে দিয়েই শাহরুখ নতুন ভাবে কেরিয়ার শুরু করেছেন। দীর্ঘ ৫ বছর অভিশপ্ত ফ্লপের তকমা ঘুচেছে তাঁর। তিনি ঘুরে দাঁড়িয়েছেন।
8 / 8
আগামী দিনেও তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবি। পিছিয়ে নেই ডিম্পলও। তাঁর হাতেও রয়েছে বহু কাজ।