Ashutosh Kaushik: বিতর্কের জেরে ধুলোয় মেশে ‘সেলেব’ তকমা, ‘রোডিজ’-এর আশুতোষ এখন ধাবার মালিক

Ashutosh Kaushik: 'রোডিজ'-এর বিজয়ী আশুতোষ কৌশিককে মনে আছে? ২০০৭ সালে ওই রিয়ালিটি শো'য়ে জয়লাভ করেন তিনি।

| Edited By: | Updated on: Apr 21, 2023 | 3:31 PM
 'রোডিজ'-এর বিজয়ী আশুতোষ কৌশিককে মনে আছে? ২০০৭ সালে ওই রিয়ালিটি শো'য়ে জয়লাভ করেন তিনি।

'রোডিজ'-এর বিজয়ী আশুতোষ কৌশিককে মনে আছে? ২০০৭ সালে ওই রিয়ালিটি শো'য়ে জয়লাভ করেন তিনি।

1 / 8
এরপর একের পর এক হিট। ছবিতে সুযোগ। বিগবসে অংশগ্রহণ, যত সাফল্যের ঝুলি ভরতে থাকে ততই জীবনেও নেমে আসে বিতর্ক।

এরপর একের পর এক হিট। ছবিতে সুযোগ। বিগবসে অংশগ্রহণ, যত সাফল্যের ঝুলি ভরতে থাকে ততই জীবনেও নেমে আসে বিতর্ক।

2 / 8
শো-বিজকে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন একপ্রকার। এখন কোথায় তিনি? কী করেন জানেন?

শো-বিজকে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন একপ্রকার। এখন কোথায় তিনি? কী করেন জানেন?

3 / 8
আজ তিনি থাকেন শাহরনপুরে, ওটিই তাঁর দেশের বাড়ি। সেখানে রয়েছে তাঁর ধাবার ব্যবসা। ব্যবসায়ী হিসেবে বেশ ভালই নাম কামিয়েছেন তিনি। কী এমন হল যে সব ছেড়েছুড়ে দিতে হল তাঁকে?

আজ তিনি থাকেন শাহরনপুরে, ওটিই তাঁর দেশের বাড়ি। সেখানে রয়েছে তাঁর ধাবার ব্যবসা। ব্যবসায়ী হিসেবে বেশ ভালই নাম কামিয়েছেন তিনি। কী এমন হল যে সব ছেড়েছুড়ে দিতে হল তাঁকে?

4 / 8
 ২০১২ সালে মল্লিকা শেরাওয়াত ও বিবেক ওবেরয়ের ছবি 'কিসমত লাভ পয়সা' দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন তিনি। তাঁর শেষ ছবি ছিল 'যা বাপু'। যা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে।

২০১২ সালে মল্লিকা শেরাওয়াত ও বিবেক ওবেরয়ের ছবি 'কিসমত লাভ পয়সা' দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন তিনি। তাঁর শেষ ছবি ছিল 'যা বাপু'। যা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে।

5 / 8
 ২০০৯ সালে তিনি গ্রেফতার হন। তাঁর গাড়ির লাইসেন্স কেড়ে নেওয়া হয়। নিজেই জানিয়েছিলেন, এত সাফল্য দেখে মাথা ঘুরে গিয়েছিল তাঁর।

২০০৯ সালে তিনি গ্রেফতার হন। তাঁর গাড়ির লাইসেন্স কেড়ে নেওয়া হয়। নিজেই জানিয়েছিলেন, এত সাফল্য দেখে মাথা ঘুরে গিয়েছিল তাঁর।

6 / 8
২০২১ সালে আদালতের দ্বারস্থ হন তিনি। অনলাইনে তাঁর বিরুদ্ধে লেখা কিছু নেতিবাচক সংবাদ সরিয়ে নেওয়ার অনুরোধ জানান আশুতোষ।

২০২১ সালে আদালতের দ্বারস্থ হন তিনি। অনলাইনে তাঁর বিরুদ্ধে লেখা কিছু নেতিবাচক সংবাদ সরিয়ে নেওয়ার অনুরোধ জানান আশুতোষ।

7 / 8
আপাতত নিজের নতুন জীবন নিয়ে খুশি তিনি। নতুন ব্যবসা, নতুন কাজ নিয়ে ভালই দিন কাটছে তাঁর।

আপাতত নিজের নতুন জীবন নিয়ে খুশি তিনি। নতুন ব্যবসা, নতুন কাজ নিয়ে ভালই দিন কাটছে তাঁর।

8 / 8
Follow Us: