কাজল দীর্ঘ ত্রিশ বছর ধরে বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেত্রী কাজল। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। তবে কেরিয়ারের শুরু অনেকেই ভেবেছিলেন তিনি টিকতে পারবেন না ।
হিরোইন-এর সংজ্ঞা যেন অলিখিতভাবে সকলের কাছেই স্পষ্ট। তাঁকে হতে হবে ঝকঝকে। ফিগার হতে হবে স্লিম। সঙ্গে সুন্দর ফর্সা রং। নয়তো তাঁর অভিনেত্রী হওয়া হবে না, এমনটাই ধরে নেওয়া হত।
আজ থেকে প্রায় ৩৫ বছর আগে এমনই একটা পরিস্থিতিতে পড়তে হয়েছিল অভিনেত্রী কাজলকে। প্রশ্ন করা হয় তাঁর গায়ের রং নিয়ে। রীতিমত কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।
অথচ বলিউডের সেই মিথ ভেঙে কাজল অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে নিজেকে কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠিত করেছেন। আজও যাঁর বক্স অফিসে কদর তুঙ্গে।
সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে লুক, পাল্টে গিয়েছে তাঁর ফিগার, মুখের আদল। তাতেও কটাক্ষের শিকার হত হতে হয়নি তাঁকে। কীভাবে এতটা বদল ঘটা সম্ভব? নেটপাড়ার একশ্রেণী আজও এই প্রশ্ন করে চলেছেন কাজলকে।
অন্যদিকে একইভাবে তাঁর মেয়ে নাইসাও কটাক্ষের শিকার হচ্ছেন। কীভাবে রাতারাতি পাল্টে গেল মুখের আদল? গায়ের রং কীভাবে এত ফর্সা হয়ে গেল?
বলিউডে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকা এই সেলেব এখন বেশ কিছুটা বেছে বেছে কাজ করছেন। চিত্রনাট্য মনের মত হলে তবেই তিনি তা গ্রহণ করছেন। নয়তো খুব একটা ছবি করতে ইদানিং দেখা যাচ্ছে না কাজলকে।
তবে কেরিয়ারের শুরুটা যে কাজলেরও এমন কেটেছে অনেকেই তা হয়তো বিশ্বাস করতে পারেন না। চ্যালেঞ্জ গ্রহণ করে কেবল অভিনয়ের দাপটেই সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী।