Bollywood Gossip: রাঘব-শেহনাজের প্রেম নিয়ে বড় সত্য ফাঁস! লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁরা?

Bollywood Gossip:রাঘব জুয়েলের সঙ্গে শেহনাজের গিলের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ শুক্লার শোক কাটিয়ে এই মুহূর্তে এই নৃত্যশিল্পীর সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি।

| Edited By: | Updated on: Apr 14, 2023 | 8:30 AM
রাঘব জুয়েলের সঙ্গে শেহনাজের গিলের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ শুক্লার শোক কাটিয়ে এই মুহূর্তে এই নৃত্যশিল্পীর সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি।

রাঘব জুয়েলের সঙ্গে শেহনাজের গিলের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ শুক্লার শোক কাটিয়ে এই মুহূর্তে এই নৃত্যশিল্পীর সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি।

1 / 8
যে মুহূর্তে এই সব রটছে, ঠিক সেই মুহূর্তেই ভাইরাল একটি পোস্ট, যা শেয়ার করা হয়েছে শেহনাজের এক ফ্যানক্লাবের তরফে।

যে মুহূর্তে এই সব রটছে, ঠিক সেই মুহূর্তেই ভাইরাল একটি পোস্ট, যা শেয়ার করা হয়েছে শেহনাজের এক ফ্যানক্লাবের তরফে।

2 / 8
সেখানে দাবি করা হয়েছে রাঘবের সঙ্গে নাকি এক বছর ধরেই সম্পর্কে রয়েছে তিনি। শুধু সম্পর্কই নয় লিভ ইনে রয়েছেন তাঁরা। যদিও শেহনাজ বা রাঘবের তরফে এই রটনায় শিলমোহর দেওয়া হয়নি।

সেখানে দাবি করা হয়েছে রাঘবের সঙ্গে নাকি এক বছর ধরেই সম্পর্কে রয়েছে তিনি। শুধু সম্পর্কই নয় লিভ ইনে রয়েছেন তাঁরা। যদিও শেহনাজ বা রাঘবের তরফে এই রটনায় শিলমোহর দেওয়া হয়নি।

3 / 8
সলমনের খানের সঙ্গে 'কিসি কি ভাই কিসি কি জান' ছবিতে অভিনয় করবেন শেহনাজ। ওই ছবিতে আছেন রাঘবও।

সলমনের খানের সঙ্গে 'কিসি কি ভাই কিসি কি জান' ছবিতে অভিনয় করবেন শেহনাজ। ওই ছবিতে আছেন রাঘবও।

4 / 8
 শোনা যায় ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি হয়েছে প্রেম। ট্রেলার লঞ্চের সময় হঠাৎই সলমনকে বলতে শোনা যায়, “এই ছবির দৌলতেই আমি একটা রসায়ন লক্ষ্য করেছি। কিন্তু কেউই তা আগে এগিয়ে নিয়ে যেতেই চাইছে না।”

শোনা যায় ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি হয়েছে প্রেম। ট্রেলার লঞ্চের সময় হঠাৎই সলমনকে বলতে শোনা যায়, “এই ছবির দৌলতেই আমি একটা রসায়ন লক্ষ্য করেছি। কিন্তু কেউই তা আগে এগিয়ে নিয়ে যেতেই চাইছে না।”

5 / 8
নেটিজেনদের একটা বড় অংশের ধারণা রাঘব ও শেহনাজকে উদ্দেশ্য করেই নাকি ওই মন্তব্য সলমনের।

নেটিজেনদের একটা বড় অংশের ধারণা রাঘব ও শেহনাজকে উদ্দেশ্য করেই নাকি ওই মন্তব্য সলমনের।

6 / 8
এর আগে যখন এই গুঞ্জন নিয়ে বিস্তর লেখালিখি হয় তখন এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি।

এর আগে যখন এই গুঞ্জন নিয়ে বিস্তর লেখালিখি হয় তখন এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি।

7 / 8
দু'জন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও। যদিও এরপরেও আলোচনা থামেনি, বরং তা বৃদ্ধি পাচ্ছে প্রায় প্রতিদিনিই।

দু'জন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও। যদিও এরপরেও আলোচনা থামেনি, বরং তা বৃদ্ধি পাচ্ছে প্রায় প্রতিদিনিই।

8 / 8
Follow Us: