Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Portable Cooler: ১ হাজার টাকারও কম দামে এই কুলারের ফুরফুরে হাওয়া হার মানাবে AC-কেও!

Portable Cooler: এই পোর্টেবল কুলারের দামও অনেক কম। বর্তমানে বিভিন্ন ই-কমার্স সাইটে পোর্টেবল কুলারের উপরে ডিসকাউন্ট চলছে। ২৪০০ টাকার কুলার মাত্র ৭৪৯ টাকাতেই কিনতে পারবেন।

| Updated on: Mar 15, 2025 | 5:39 PM
বসন্তেই প্রখর গ্রীষ্মের অনুভূতি। এখনই যা গরম পড়ছে, তাতে মে-জুন মাসে কী হবে, তা ভেবেই দরদরিয়ে ঘামছেন অনেকে।

বসন্তেই প্রখর গ্রীষ্মের অনুভূতি। এখনই যা গরম পড়ছে, তাতে মে-জুন মাসে কী হবে, তা ভেবেই দরদরিয়ে ঘামছেন অনেকে।

1 / 9
এপ্রিল-মে মাসের তাপপ্রবাহে ফ্যানের হাওয়াও গায়ে লাগে না। স্বস্তি বলতে একটু এসির হাওয়া। কিন্তু সবার পক্ষে তো আর এসি কেনা সম্ভব নয়।

এপ্রিল-মে মাসের তাপপ্রবাহে ফ্যানের হাওয়াও গায়ে লাগে না। স্বস্তি বলতে একটু এসির হাওয়া। কিন্তু সবার পক্ষে তো আর এসি কেনা সম্ভব নয়।

2 / 9
যাদের বাজেট কম, তারা অনেকেই কুলার ব্যবহার করেন। তবে সেই কুলারের খরচও কমপক্ষে ৮-১০ হাজার টাকা।

যাদের বাজেট কম, তারা অনেকেই কুলার ব্যবহার করেন। তবে সেই কুলারের খরচও কমপক্ষে ৮-১০ হাজার টাকা।

3 / 9
যারা সস্তায় কুলার কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য রয়েছে দারুণ একটা অপশন। পোর্টেবল কুলার। এটা আপনি অনেক কম দামে কিনতে পারেন।

যারা সস্তায় কুলার কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য রয়েছে দারুণ একটা অপশন। পোর্টেবল কুলার। এটা আপনি অনেক কম দামে কিনতে পারেন।

4 / 9
আর এই এসির বিশেষত্ব হল এর ছোট সাইজ। এটি আপনি সাইড টেবিল, স্টাডি টেবিল, অফিস ডেস্ক, এমনকী রান্নাঘরেও রাখতে পারেন।

আর এই এসির বিশেষত্ব হল এর ছোট সাইজ। এটি আপনি সাইড টেবিল, স্টাডি টেবিল, অফিস ডেস্ক, এমনকী রান্নাঘরেও রাখতে পারেন।

5 / 9
এই কুলারের উপরে একটি অংশ থাকে, যার মধ্যে আপনি ঠান্ডা জল ও বরফ দিতে পারেন। সুইচ অন করলেই এসির মতো ফুরফুরে হাওয়া দেবে কুলার।

এই কুলারের উপরে একটি অংশ থাকে, যার মধ্যে আপনি ঠান্ডা জল ও বরফ দিতে পারেন। সুইচ অন করলেই এসির মতো ফুরফুরে হাওয়া দেবে কুলার।

6 / 9
এই পোর্টেবল কুলারের দামও অনেক কম। বর্তমানে বিভিন্ন ই-কমার্স সাইটে পোর্টেবল কুলারের উপরে ডিসকাউন্ট চলছে। ২৪০০ টাকার কুলার মাত্র ৭৪৯ টাকাতেই কিনতে পারবেন।

এই পোর্টেবল কুলারের দামও অনেক কম। বর্তমানে বিভিন্ন ই-কমার্স সাইটে পোর্টেবল কুলারের উপরে ডিসকাউন্ট চলছে। ২৪০০ টাকার কুলার মাত্র ৭৪৯ টাকাতেই কিনতে পারবেন।

7 / 9
এই কুলারে বিভিন্ন মোড-ও থাকে। আপনি ইচ্ছা মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। 

এই কুলারে বিভিন্ন মোড-ও থাকে। আপনি ইচ্ছা মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। 

8 / 9
যেহেতু ডেটা কেবল দিয়েই চার্জ দেওয়া যায় এই কুলার, তাই রক্ষণাবেক্ষণেও বিশেষ ঝামেলা নেই।

যেহেতু ডেটা কেবল দিয়েই চার্জ দেওয়া যায় এই কুলার, তাই রক্ষণাবেক্ষণেও বিশেষ ঝামেলা নেই।

9 / 9
Follow Us: