সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই পাল্টে গিয়েছিল সকল সমীকরণ। রাতারাতি চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। না, ঠিক তখনও অভিনেত্রীর তকমাটা সেভাবে জোটেনি রিয়ার।
নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন মরিয়া। একের পর এক ছবির বিষয় চলছে কথা, এমনই সময় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন সবটা পাল্টে দিয়ে গিয়েছিল পলকে।
সকলেই কোণঠাঁসা করেছিলেন রিয়া চক্রবর্তীকে। তিনি প্রথম থেকে সবটা মেনে নিতে পারেননি। হাজত বাস, থেকে শুরু করে মিডিয়ার মুখে বারবার কটাক্ষের শিকার হওয়া, একটা সময় নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
কিন্তু রিয়া শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাহস দিয়েছিলেন তাঁর মা। দুটো বছর সকলরে থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তারপর শুরু হয় ধীরে ধীরে ছন্দে ফেরা।
বলিউডের বিভিন্ন পার্টিতে দেখা যায় তাঁকে, বলিউডের নানা সেলেবের সঙ্গে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। একটি ছবিও মুক্তি পায় তাঁর।
চেয়েছিলেন অভিনেত্রী হতে। কোনওদিন ছন্দে ফিরতে পারবেন কি না বুঝে পারছিলেন না। সেই রিয়া চক্রবর্তী এখন চর্চার কেন্দ্রে। কারণ তিনি এখন রোডিজ়।
রোডিজ় রিয়্যালিটি শোয়ের মেন্টর তথা গ্যাংলিডার তিনি। শুরুতে অনেকেই মুখ ফেরালেও এখন তা স্বাভাবিক। নিজের লড়াইয়ের কথা মাঝে মধ্যেই বলে থাকেন রিয়া।
সেই রিয়া চক্রবর্তী এখন কত কোটির মালিক জানেন? রিয়ার কাছে রয়েছে মোট ১১ কোটি টাকা। রোডিজ় করতে কত কোটি নিচ্ছেন সেই অঙ্ক এখনও সামনে আসেনি।