শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। একসময় একগুচ্ছ ছবি কেবল তাঁর অপেক্ষায় থাকতো। মাত্র ১৭ বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি।
তবে কোনওদিন এ কথা ভেবে দেখেননি কীভাবে সাধারণ পরিবার থেকে এসে এই জগতের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। এক সাক্ষাতকারী জানেন বরাবরই তিনি ভীষণ আত্মবিশ্বাসী।
কোনওদিন ভেবে দেখেননি কীভাবে শুরু করবেন, কার সঙ্গে কথা বলবেন, সবসময় তাঁর মধ্যে এক বিশ্বাস ও ভরসা কাজ করতো, তিনি পারবেন। তিনি কী করতে চান এবং কী করতে চান না এই দুটো প্রশ্নের উত্তর তার কাছে ভীষণ স্পষ্ট।
তাই কোনও চরিত্রের প্রস্তাব পেলে তা গ্রহণ করতে বা ফিরিয়ে দিতে খুব একটা সময় লাগে না। কেরিয়ারের শুরুতে ছবির জগতে পা রাখবেন বলে যা হাতে পেলেন তাতেই কাজ করবেন এ মানসিকতা ছিল না শুভশ্রীর।
তিনি জানিয়েছিলেন মাত্র ১৭ বছর বয়সে এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন।
অন্য কোনও কারণ ছিল না, তবে যে চরিত্র প্রস্তাব তিনি পেয়েছিলেন তিনি জানতেন তিনি তেমন কিছু করতে আসেননি। এ কয়েক বছরে তাঁর মধ্যে পরিবর্তন এসেছে অনেক।
যার মধ্যে অন্যতম হলো এই না বলার ধরন বদলে ফেলা। আগে যা অপছন্দ তা তিনি মুখের ওপর বলে দিতেন, বর্তমানে যুক্তিসহকারে কারণ দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন।
শুভশ্রীর কথায় কেউ যদি নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী হয় তবে সে তার ক্যারিয়ারে নিজের জায়গা বা নিজের ঠাঁই টুকু ঠিক খুঁজে পাবে।