Subhashree Ganguly: অন্তঃসত্ত্বা শুভশ্রীর ইচ্ছেপূরণ, পছন্দসই কোন খাবারে মজলেন ‘ইন্দুবালা’
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 14, 2023 | 9:30 AM
Inside Story: কেরিয়ারের কথা ভেবে সংসারকে পাশে সরিয়ে রাখা শুভশ্রীর নীতি নয়। তার প্রমাণ মিলেছে আরও একবার কারণ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
1 / 8
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বরাবরই তিনি তাঁর অনবদ্য অভিনয় গুনে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে এক কথায় চুটিয়ে সংসার করছেন শুভশ্রী। না, কেবল সংসার-ই নয় পাশাপাশি পাল্লা দিয়ে সিনে জগতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
2 / 8
ওটিটি প্ল্যাটফর্মেও ইতিমধ্যে ডেবিউ করেছেন রাজ ঘরণী। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে নিজেকে পাল্টে চলেছেন তা এক কথায় বেশ প্রশংসনীয়।
3 / 8
পাল্টেছে তাঁর অভিনয়ে ঘরানা, পাল্টেছে তাঁর লুক স্টাইল ফ্যাশন স্টেটমেন্ট। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলি তার হাতে গরম প্রমাণ মেলে। একের পর এক বড় প্রজেক্ট তাঁর ঝুলিতে।
4 / 8
তবে পরিবার পরিকল্পনাতে কোন খামটি রাখলেন না তিনি। কেরিয়ারের কথা ভেবে সংসারকে পাশে সরিয়ে রাখা শুভশ্রীর নীতি নয়। তার প্রমাণ মিলেছে আরও একবার কারণ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
5 / 8
তবে এ সন্তান তাঁদের পরিকল্পনা অনুযায়ী নেওয়া। তিনি ও রাজ স্থির করেছিলেন যখন ইউভানের তিন বছর বয়স হবে তখন দ্বিতীয় সন্তান নেবেন তাঁরা। সেই মতোই সবটা ছকে ফেলেছিলেন জুটি।
6 / 8
তাই এবার বেশ কিছু মাস কেবল অপেক্ষার পালা। এই সময়টা কীভাবে কাটছে শুভশ্রীর না বাড়িতে বিশ্রামে নয়। রীতিমতো ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের সেটে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে তাঁকে।
7 / 8
ছবিও পোস্ট করছেন একাধিক। সেই ছবিতে সামান্য বেবিবাম্ব চোখেও পড়ছে ইদানিং। আর তাই ইচ্ছে পূরণ করতে আঁচার থেকে আইসক্রিম, সবই চলছে সময় অনুযায়ী।
8 / 8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি স্টোরি শেয়ার করলেন শুভশ্রী। যেখানে দেখা গেল তাঁকে আইসক্রিম ও আঁচারের ছবি পোস্ট করতে যা পাঠিয়েছে তাঁর বন্ধুরা। সকলকে ধন্যবাদ জানালেন শুভ।