Subhashree Ganguly: অন্তঃসত্ত্বা শুভশ্রীর ইচ্ছেপূরণ, পছন্দসই কোন খাবারে মজলেন ‘ইন্দুবালা’

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 14, 2023 | 9:30 AM

Inside Story: কেরিয়ারের কথা ভেবে সংসারকে পাশে সরিয়ে রাখা শুভশ্রীর নীতি নয়। তার প্রমাণ মিলেছে আরও একবার কারণ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

1 / 8
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বরাবরই তিনি তাঁর অনবদ্য অভিনয় গুনে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে এক কথায় চুটিয়ে সংসার করছেন শুভশ্রী। না, কেবল সংসার-ই নয় পাশাপাশি পাল্লা দিয়ে সিনে জগতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বরাবরই তিনি তাঁর অনবদ্য অভিনয় গুনে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে এক কথায় চুটিয়ে সংসার করছেন শুভশ্রী। না, কেবল সংসার-ই নয় পাশাপাশি পাল্লা দিয়ে সিনে জগতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

2 / 8
ওটিটি প্ল্যাটফর্মেও ইতিমধ্যে ডেবিউ করেছেন রাজ ঘরণী। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে নিজেকে পাল্টে চলেছেন তা এক কথায় বেশ প্রশংসনীয়।

ওটিটি প্ল্যাটফর্মেও ইতিমধ্যে ডেবিউ করেছেন রাজ ঘরণী। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে নিজেকে পাল্টে চলেছেন তা এক কথায় বেশ প্রশংসনীয়।

3 / 8
পাল্টেছে তাঁর অভিনয়ে ঘরানা, পাল্টেছে তাঁর লুক স্টাইল ফ্যাশন স্টেটমেন্ট। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলি তার হাতে গরম প্রমাণ মেলে।  একের পর এক বড় প্রজেক্ট তাঁর ঝুলিতে।

পাল্টেছে তাঁর অভিনয়ে ঘরানা, পাল্টেছে তাঁর লুক স্টাইল ফ্যাশন স্টেটমেন্ট। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলি তার হাতে গরম প্রমাণ মেলে। একের পর এক বড় প্রজেক্ট তাঁর ঝুলিতে।

4 / 8
তবে পরিবার পরিকল্পনাতে কোন খামটি রাখলেন না তিনি। কেরিয়ারের কথা ভেবে সংসারকে পাশে সরিয়ে রাখা শুভশ্রীর নীতি নয়। তার প্রমাণ মিলেছে আরও একবার কারণ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

তবে পরিবার পরিকল্পনাতে কোন খামটি রাখলেন না তিনি। কেরিয়ারের কথা ভেবে সংসারকে পাশে সরিয়ে রাখা শুভশ্রীর নীতি নয়। তার প্রমাণ মিলেছে আরও একবার কারণ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

5 / 8
তবে এ সন্তান তাঁদের পরিকল্পনা অনুযায়ী নেওয়া। তিনি ও রাজ স্থির করেছিলেন যখন ইউভানের তিন বছর বয়স হবে তখন দ্বিতীয় সন্তান নেবেন তাঁরা। সেই মতোই সবটা ছকে ফেলেছিলেন জুটি।

তবে এ সন্তান তাঁদের পরিকল্পনা অনুযায়ী নেওয়া। তিনি ও রাজ স্থির করেছিলেন যখন ইউভানের তিন বছর বয়স হবে তখন দ্বিতীয় সন্তান নেবেন তাঁরা। সেই মতোই সবটা ছকে ফেলেছিলেন জুটি।

6 / 8
তাই এবার বেশ কিছু মাস কেবল অপেক্ষার পালা। এই সময়টা কীভাবে কাটছে শুভশ্রীর না বাড়িতে বিশ্রামে নয়। রীতিমতো ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের সেটে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে তাঁকে।

তাই এবার বেশ কিছু মাস কেবল অপেক্ষার পালা। এই সময়টা কীভাবে কাটছে শুভশ্রীর না বাড়িতে বিশ্রামে নয়। রীতিমতো ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের সেটে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে তাঁকে।

7 / 8
ছবিও পোস্ট করছেন একাধিক। সেই ছবিতে সামান্য বেবিবাম্ব চোখেও পড়ছে ইদানিং। আর তাই ইচ্ছে পূরণ করতে আঁচার থেকে আইসক্রিম, সবই চলছে সময় অনুযায়ী।

ছবিও পোস্ট করছেন একাধিক। সেই ছবিতে সামান্য বেবিবাম্ব চোখেও পড়ছে ইদানিং। আর তাই ইচ্ছে পূরণ করতে আঁচার থেকে আইসক্রিম, সবই চলছে সময় অনুযায়ী।

8 / 8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি স্টোরি শেয়ার করলেন শুভশ্রী। যেখানে দেখা গেল তাঁকে আইসক্রিম ও আঁচারের ছবি পোস্ট করতে যা পাঠিয়েছে তাঁর বন্ধুরা। সকলকে ধন্যবাদ জানালেন শুভ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি স্টোরি শেয়ার করলেন শুভশ্রী। যেখানে দেখা গেল তাঁকে আইসক্রিম ও আঁচারের ছবি পোস্ট করতে যা পাঠিয়েছে তাঁর বন্ধুরা। সকলকে ধন্যবাদ জানালেন শুভ।

Next Photo Gallery