Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premier League: হালান্ডকে থামানো যাচ্ছে না, ছুটছে ম্যাঞ্চেস্টার সিটির বিজয়রথও

এতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে ৪-০ হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের বিজয়রথ অব্যাহত। পাশাপাশি ম্যান সিটির জার্সি গায়ে চাপিয়ে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। সাউদাম্পটনকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে ম্যান সিটি।

| Edited By: | Updated on: Oct 09, 2022 | 9:45 AM
এতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে (Southampton) ৪-০ হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পেপ গুয়ার্দিওলার দলের বিজয়রথ অব্যাহত। পাশাপাশি ম্যান সিটির জার্সি গায়ে চাপিয়ে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। সাউদাম্পটনকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে ম্যান সিটি। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

এতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনকে (Southampton) ৪-০ হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পেপ গুয়ার্দিওলার দলের বিজয়রথ অব্যাহত। পাশাপাশি ম্যান সিটির জার্সি গায়ে চাপিয়ে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। সাউদাম্পটনকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে ম্যান সিটি। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

1 / 6
ম্যাচের ২০ মিনিটের মাথায় এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ফিল ফডেনের পাস থেকে বিপক্ষের জাল কাঁপান জোয়াও ক্যান্সেলো (Joao Cancelo)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ২০ মিনিটের মাথায় এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ফিল ফডেনের পাস থেকে বিপক্ষের জাল কাঁপান জোয়াও ক্যান্সেলো (Joao Cancelo)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 6
শুরু থেকেই সাউদাম্পটনের ওপর চাপ ধরে রাখে ম্যান সিটি। ৩২ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের সহায়তায় ম্যাঞ্চেস্টার সিটিকে আরও এগিয়ে দেন ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

শুরু থেকেই সাউদাম্পটনের ওপর চাপ ধরে রাখে ম্যান সিটি। ৩২ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের সহায়তায় ম্যাঞ্চেস্টার সিটিকে আরও এগিয়ে দেন ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 6
২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর, ৪৯ মিনিটের মাথায় রদ্রির ক্রস থেকে ভলিতে গোল করেন রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর, ৪৯ মিনিটের মাথায় রদ্রির ক্রস থেকে ভলিতে গোল করেন রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 6
ম্যান সিটির ম্যাচ, আর আর্লিং হালান্ডের গোল থাকবে না, তাও আবার হয় নাকি! ম্যাচের ৬৫ মিনিটের মাথায় জোসাও ক্যান্সেলোর বাড়ানো বল থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যান সিটির ম্যাচ, আর আর্লিং হালান্ডের গোল থাকবে না, তাও আবার হয় নাকি! ম্যাচের ৬৫ মিনিটের মাথায় জোসাও ক্যান্সেলোর বাড়ানো বল থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 6
এই নিয়ে ম্যান সিটির জার্সিতে আর্লিং হালান্ড ২০টি গোল করলেন। যে কোনও স্ট্রাইকারের জন্য এক মরসুমে ২০টি গোল করা যথেষ্ট প্রশংসার। এক্ষেত্রে মাত্র ১৩টি ম্যাচেই এই বেঞ্চমার্ক ছুয়ে ফেললেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

এই নিয়ে ম্যান সিটির জার্সিতে আর্লিং হালান্ড ২০টি গোল করলেন। যে কোনও স্ট্রাইকারের জন্য এক মরসুমে ২০টি গোল করা যথেষ্ট প্রশংসার। এক্ষেত্রে মাত্র ১৩টি ম্যাচেই এই বেঞ্চমার্ক ছুয়ে ফেললেন হালান্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

6 / 6
Follow Us: