TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Feb 04, 2023 | 8:11 PM
Everton vs Arsenal: গডিসন পার্কে ইপিএলের (EPL) ম্যাচে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবলের শীর্ষে থাকা আর্সেনাল ও এভার্টন। লিগ টেবলের ১৭ নম্বরে থাকা এভার্টনের কাছে হেরে গেল পয়েন্ট টেবলের এক নম্বরে থাকা এভার্টন। মিকেল আর্তেতার দলের কাছে যা বড় ধাক্কা বলা চলে।
Feb 04, 2023 | 8:11 PM
গডিসন পার্কে ইপিএলের (EPL) ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল (Arsenal) ও এভার্টন (Everton)। গোলশূন্য অবস্থায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। (ছবি-টুইটার)
1 / 7
৬০ মিনিটের মাথায় এভার্টনের হয়ে এক মাত্র এবং জয়সূচক গোলটি করেন জেমস তারকোস্কি (James Tarkowski)। (ছবি-টুইটার)
2 / 7
এভার্টনের বিরুদ্ধে আজ গডিসন পার্কে রেকর্ড গড়ার সুযোগ ছিল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে ৯৯টি ম্যাচে জিতেছিল আর্সেনাল। আজ ১০০তম ম্যাচ জয়ের কীর্তি অর্জন করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। যা হাতছাড়া হল মিকেল আর্তেতার দলের। (ছবি-টুইটার)
3 / 7
টানা হারের ফলে চেলসির কিংবদন্তি ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে কোচের পদ থেকে ছেটে ফেলে এভার্টন। নতুন কোচ হয়ে আসেন শন ডায়েস (Sean Dyche)। কোচ পরিবর্তনের পর এল সাফল্য, তাও আবার লিগ টেবলের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে। (ছবি-টুইটার)
4 / 7
এভার্টনের বিরুদ্ধে আর্সেনাল পয়েন্ট নষ্ট করার ফলে সুবিধে হল ম্যাঞ্চেস্টার সিটির। কারণ, ম্যান সিটির থেকে আর্সেনালের পয়েন্টের ফারাক এখন ৫। আগামী কাল, রবিবার ম্যান সিটি জিতলে আর্সেনালের থেকে তাদের ব্যবধান অনেকটাই কমে যাবে। (ছবি-টুইটার)