Carlos Sainz Jr: টাইট বিকিনিতে বান্ধবী, জমিয়ে ছুটি উপভোগ ফর্মুলা ওয়ান তারকার
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 21, 2022 | 7:45 AM
ছুটির মুডে স্প্যানিশ ফর্মুলা ১ তারকা কার্লোস সেনজ জুনিয়র। স্পেনের মায়োরকাতে বান্ধবী ইসাবেল হার্নেজের সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন তিনি। সাদা বোটে চড়ে নীল সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেন দু'জনে।
1 / 4
ছুটির মুডে স্প্যানিশ ফর্মুলা ১ তারকা কার্লোস সেনজ জুনিয়র। স্পেনের মায়োরকাতে বান্ধবী ইসাবেল হার্নেজের সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন তিনি। সাদা বোটে চড়ে নীল সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেন দু'জনে। (ছবি:টুইটার)
2 / 4
ফর্মুলা ১ সিজনের মাঝেই মিনি ব্রেক নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে চলে গিয়েছেন কার্লোস।(ছবি:টুইটার)
3 / 4
ডাস্কি পিঙ্ক রঙের টাইট বিকিনিতে দারুণ লাগছিল ইসাবেল হার্নেজকে। চোখে ছিল কালো চশমা। বিখ্যাত বয়ফ্রেন্ডকে পাশে নিয়ে সূর্যের তাপ গায়ে মাখলেন।(ছবি:টুইটার)
4 / 4
স্প্যানিশ রেসারের বান্ধবী পেশায় সাংবাদিক। বেশ কিছুদিন ধরে দু'জনে ডেট করছেন। (ছবি:টুইটার)