Faf Du Plessis: হলুদ জার্সিতে ফিরে ভক্তদের জন্য আবেগী ফাফ ডু’প্লেসি

Jan 08, 2025 | 4:31 PM

SA20: দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ SA20 শুরু হচ্ছে আগামিকাল। এই লিগে মোট ৬টি দল খেলবে। তার মধ্যে রয়েছে সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি। সেখানে খেলতে দেখা যাবে ফাফ ডু'প্লেসিকে।

1 / 8
এসএ২০ লিগের তৃতীয় সংস্করণ শুরু হতে চলেছে বৃহস্পতিবার। গত ২ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ২০২৩ সালে প্রিটোরিয়া ক্যাপিটালসকে হারায় সানরাইজার্স। শেষ বার ডারবান সুপার জায়ান্টসকে হারান এইডেন মার্কব়্যামরা।

এসএ২০ লিগের তৃতীয় সংস্করণ শুরু হতে চলেছে বৃহস্পতিবার। গত ২ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ২০২৩ সালে প্রিটোরিয়া ক্যাপিটালসকে হারায় সানরাইজার্স। শেষ বার ডারবান সুপার জায়ান্টসকে হারান এইডেন মার্কব়্যামরা।

2 / 8
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে (SA20) জোবার্গ সুপার কিংসের হয়ে খেলেন প্রোটিয়া তারকা ফাফ ডু'প্লেসি। তিনি ওই টিমের ক্যাপ্টেন।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে (SA20) জোবার্গ সুপার কিংসের হয়ে খেলেন প্রোটিয়া তারকা ফাফ ডু'প্লেসি। তিনি ওই টিমের ক্যাপ্টেন।

3 / 8
আজ, ৮ জানুয়ারি ছিল এসএ২০ লিগের ক্যাপ্টেন্স মিট। সেখানে ফাফ ডু'প্লেসি জানান, হলুদ জার্সিতে ফিরে তাঁর দারুণ লাগছে তার। এই ফ্র্যাঞ্চাইজির ভক্তরা অসাধারণ বলেছেন ডুপ্লেসি।

আজ, ৮ জানুয়ারি ছিল এসএ২০ লিগের ক্যাপ্টেন্স মিট। সেখানে ফাফ ডু'প্লেসি জানান, হলুদ জার্সিতে ফিরে তাঁর দারুণ লাগছে তার। এই ফ্র্যাঞ্চাইজির ভক্তরা অসাধারণ বলেছেন ডুপ্লেসি।

4 / 8
ফাফ ডু'প্লেসির বয়স ৪০। এই বয়সেও তিনি দাপিয়ে খেলছেন ক্রিকেট। কতদিন খেলা চালিয়ে যাবেন? এই প্রসঙ্গে এসএ২০ লিগের ক্যাপ্টেন্স মিটে তিনি বলেন, 'আমার দারুণ অনুভূতি হচ্ছে। ভালো ছন্দে রয়েছি। খেলাটা উপভোগ করছি। আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। তবে আমি খুব খুশি।'

ফাফ ডু'প্লেসির বয়স ৪০। এই বয়সেও তিনি দাপিয়ে খেলছেন ক্রিকেট। কতদিন খেলা চালিয়ে যাবেন? এই প্রসঙ্গে এসএ২০ লিগের ক্যাপ্টেন্স মিটে তিনি বলেন, 'আমার দারুণ অনুভূতি হচ্ছে। ভালো ছন্দে রয়েছি। খেলাটা উপভোগ করছি। আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। তবে আমি খুব খুশি।'

5 / 8
 প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু'প্লেসি আইপিএলেও খেলেন। তার পাশাপাশি এসএ২০ লিগে জোবার্গ সুপার কিংসের জার্সিতে ২০২৩ সাল থেকে খেলছেন। এবং মেজর লিগ ক্রিকেটে তিনি ২০২৩ সাল থেকে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন।

প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু'প্লেসি আইপিএলেও খেলেন। তার পাশাপাশি এসএ২০ লিগে জোবার্গ সুপার কিংসের জার্সিতে ২০২৩ সাল থেকে খেলছেন। এবং মেজর লিগ ক্রিকেটে তিনি ২০২৩ সাল থেকে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন।

6 / 8
অতীতে আইপিএলে চেন্নাই সুপার কিংস জার্সিতে খেলেছেন ফাফ ডু'প্লেসি। গত বছর তাঁকে দেখা গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। পরের বছর তাঁকে দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে। কারণ জেড্ডায় হওয়া মেগা নিলামে তাঁকে ২ কোটিতে কিনেছে দিল্লি।

অতীতে আইপিএলে চেন্নাই সুপার কিংস জার্সিতে খেলেছেন ফাফ ডু'প্লেসি। গত বছর তাঁকে দেখা গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। পরের বছর তাঁকে দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে। কারণ জেড্ডায় হওয়া মেগা নিলামে তাঁকে ২ কোটিতে কিনেছে দিল্লি।

7 / 8
SA20 লিগের কমিশনার গ্রেম স্মিথ। তিনি জানিয়েছেন, SA20 লিগ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে একটা সেতুবন্ধন করতে সাহায্য করবে।

SA20 লিগের কমিশনার গ্রেম স্মিথ। তিনি জানিয়েছেন, SA20 লিগ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে একটা সেতুবন্ধন করতে সাহায্য করবে।

8 / 8
স্মিথের মতে, ভারতে আইপিএল যেমন তরুণ প্রতিভাদের তুলে আনে, তেমনই এই দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ প্রোটিয়া তরুণ প্রতিভাকে তুলে ধরবে।

স্মিথের মতে, ভারতে আইপিএল যেমন তরুণ প্রতিভাদের তুলে আনে, তেমনই এই দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ প্রোটিয়া তরুণ প্রতিভাকে তুলে ধরবে।

Next Photo Gallery