AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022: হাকিমিদের সমর্থনে গলা ফাটাচ্ছেন মরক্কো বংশোদ্ভূত এই ডাচ সুন্দরী মডেল

ইতিহাস গড়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মরক্কো। আজ আল বায়াত স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। আফ্রিকান দলটিকে সমর্থন করতে কাতারে হাজির হয়েছেন মরক্কো বংশোদ্ভূত ডাচ সুন্দরী মডেল ইমান হামাম।

| Edited By: | Updated on: Dec 14, 2022 | 4:32 PM
Share
 ইতিহাস গড়ে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মরক্কো (Morocco)। আজ আল বায়াত স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। আফ্রিকান দলটিকে সমর্থন করতে কাতারে হাজির হয়েছেন মরক্কো বংশোদ্ভূত ডাচ সুন্দরী মডেল ইমান হামাম (Imaan Hammam)। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

ইতিহাস গড়ে কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মরক্কো (Morocco)। আজ আল বায়াত স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। আফ্রিকান দলটিকে সমর্থন করতে কাতারে হাজির হয়েছেন মরক্কো বংশোদ্ভূত ডাচ সুন্দরী মডেল ইমান হামাম (Imaan Hammam)। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

1 / 6
নেদারল্যান্ডসের জনপ্রিয় মডেল ইমান হামাম মরক্কোকে সমর্থন করতে কোনও কসুর ছাড়ছেন না। হাতে মরক্কোর পতাকা নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে ইমানকে। সেই ভিডিয়ো তিনি তুলে ধরেছেন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

নেদারল্যান্ডসের জনপ্রিয় মডেল ইমান হামাম মরক্কোকে সমর্থন করতে কোনও কসুর ছাড়ছেন না। হাতে মরক্কোর পতাকা নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে ইমানকে। সেই ভিডিয়ো তিনি তুলে ধরেছেন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

2 / 6
 ২৬ বছর বয়সী ইমান হামাম দলকে সমর্থন করার জন্য দলের জার্সি পরে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইমামের মতো হাজার হাজার মরোক্কান সমর্থকরা আজ ভিড় করবেন আল বায়াত স্টেডিয়ামে। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

২৬ বছর বয়সী ইমান হামাম দলকে সমর্থন করার জন্য দলের জার্সি পরে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইমামের মতো হাজার হাজার মরোক্কান সমর্থকরা আজ ভিড় করবেন আল বায়াত স্টেডিয়ামে। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

3 / 6
২০২০ সালে ১৮ বার ইমান হামামকে 'ভগ' (Vouge) এর কভার পেজে দেখা গিয়েছে। চার বার 'ভগ'-এর মার্কিন সংস্করণে দেখা গিয়েছিল ইমানকে। ২০২১ সালে 'ভগ'-এর মার্কিন, ইতালিয়ান, ফরাসি ও ব্রিটিশ সংস্করণে দেখা গিয়েছিল। চলতি বছরেও ইমামকে দেখা গিয়েছে 'ভগ'-ফ্যাশান ম্যাগাজিনের কভারে। (ছবি-টুইটার)

২০২০ সালে ১৮ বার ইমান হামামকে 'ভগ' (Vouge) এর কভার পেজে দেখা গিয়েছে। চার বার 'ভগ'-এর মার্কিন সংস্করণে দেখা গিয়েছিল ইমানকে। ২০২১ সালে 'ভগ'-এর মার্কিন, ইতালিয়ান, ফরাসি ও ব্রিটিশ সংস্করণে দেখা গিয়েছিল। চলতি বছরেও ইমামকে দেখা গিয়েছে 'ভগ'-ফ্যাশান ম্যাগাজিনের কভারে। (ছবি-টুইটার)

4 / 6
ইমান হামামের জন্ম নেদারল্যান্ডের আমস্টারডামে। তাঁর বাবা মিশরীয়। তাঁর মা মরোক্কান। তাঁরা মুসলিম। তিনি নিজেকে আফ্রো-আরবি হিসেবে পরিচয় দেন। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

ইমান হামামের জন্ম নেদারল্যান্ডের আমস্টারডামে। তাঁর বাবা মিশরীয়। তাঁর মা মরোক্কান। তাঁরা মুসলিম। তিনি নিজেকে আফ্রো-আরবি হিসেবে পরিচয় দেন। (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

5 / 6
ইমাম হামাম তাঁর মডেলিংয়ে আসার নেপথ্যে মায়ের অবদানের কথা বলেছেন। তিনি বলেন, "আমি ধনী পরিবার থেকে আসিনি। অনেক সংগ্রাম করে এই জায়গায় এসেছি। আমি যেখানে পৌঁছেছি, তার জন্য আমার অনুপ্রেরণা হলেন আমার মা।" (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

ইমাম হামাম তাঁর মডেলিংয়ে আসার নেপথ্যে মায়ের অবদানের কথা বলেছেন। তিনি বলেন, "আমি ধনী পরিবার থেকে আসিনি। অনেক সংগ্রাম করে এই জায়গায় এসেছি। আমি যেখানে পৌঁছেছি, তার জন্য আমার অনুপ্রেরণা হলেন আমার মা।" (ছবি-ইমান হামাম ইন্সটাগ্রাম)

6 / 6